আদ্যোপান্ত বলিউডের নকল! নাচের স্টেপ নিয়ে ট্রোলের মুখে শাকিব-নুসরতের ‘চাঁদমামা’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ইদের আকাশে শাকিব খান এবং নুসরৎ জাহানের ‘চাঁদমামা’ ভালই নজর কেড়েছে সিনেপ্রেমীদের। সদ্যমুক্তিপ্রাপ্ত বরবাদ ছবির এই গান বর্তমানে ট্রেন্ডিংয়ে। তবে নেটিজেনদের একাংশ এই গানের প্রশংসা করলেও, কিছু কিছু সিনেপ্রেমীদের চোখকে ফাঁকি দিতে পারেনি গানের কোরিওগ্রাফি। তাঁদের মতে, নাচের অঙ্গভঙ্গি নাকি পুরোটাই বলিউডের নকল!

সমাজমাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ট্রোলের বন্যা। ‘মেরে মেহবুব’ গানের তৃপ্তি দিমরির বিতর্কিত নাচের ধরন থেকে শুরু করে বহুল জনপ্রিয় ‘পুষ্পা’ স্টেপ। সবকিছুর ঝলকই রয়েছে নাকি গানের মধ্যে। ‘স্ট্রিট ডান্সার ৩’ ছবিতে নোরা ফতেহির ‘হায় গরমি’ গানের কোরিওগ্রাফির নাকি আঁচ পাওয়া গিয়েছে নুসরতের অঙ্গভঙ্গিতে। বেশ কয়েকজন নেটাগরিক প্রমাণ সহ ভিডিয়োও প্রকাশ্যে এনেছেন সমাজমাধ্যমে। যেখানে বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির কিছু জনপ্রিয় গানের সঙ্গে স্পষ্ট মিল পাওয়া যাচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত এই গানের। তবে শুধু এই গানই নয়, শাকিব এবং ইধিকা পাল অভিনীত ওই ছবিরই ‘মায়াবী’ গানের সঙ্গে অনেকে তুলনা টেনেছেন শাহরুখ খান এবং মাহিরা খান অভিনীত ‘রইস’ ছবির ‘ও জালিমা’ গানের। গানের দৃশ্য, প্রেক্ষাপট, সব কিছুর সঙ্গেই মিল দু’য়ে দু’য়ে মিলিয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ইদে শুধু ‘বরবাদ’ই নয়, মুক্তি পেয়েছে শাকিবের আরও একটি ছবি। চার বছর আগে নির্মিত সিনেমা ‘অন্তরাত্মা’। যেখানে জুটি বেঁধেছেন টলিউডের দর্শনা বণিকও। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রেক্ষাগৃহ থেকে নাকি নামিয়ে নেওয়া হয়েছে এই ছবি। স্টার সিনেপ্লেক্সে এখন ছবিটির কোনো প্রদর্শনী নেই। এমনকি সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না এটি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *