২৬ হাজার চাকরি বাতিল! ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ করল সুপ্রিম কোর্ট
ট্রেন্ডিং: যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বাতিল রাজ্যের ২৬ হাজার চাকরি। আদালতের মতে নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।
ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় দান স্থগিত রেখেছিল আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করে। ২০১৬ সালের এসএসসি পেয়ে যাঁরা চাকরি করছিলেন, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত।