থাকছে SIR নিয়ে আপডেট! নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইটে দেখা যাবে ভোটার তালিকাও
এসআইআর আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পুরনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট চালু করেছে। ceowestbengal.wb.gov.in/ এই ওয়েবসাইট থেকেই ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে। পাশাপাশি এসআইআর সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
গত ২৭ অক্টোবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা হয়। তার পরদিন থেকেই রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইটটিটে সমস্যা দেখা যায়। তা নিয়ে ক্ষোভও তৈরি হয়েছিল জনগণের মধ্যে। কারণ, বহু মানুষই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে চাইছিলেন, যা ওই ওয়েবসাইট থেকে পাওয়ার কথা ছিল। সেই ওয়েবসাইট অকেজো হয়ে পড়ায় তা সম্ভব হচ্ছিল না।
এই পরিস্থিতিতে নতুন ওয়েবসাইট চালু করল সিইও দফতর।
এসআইআর ঘোষণার সাংবাদিক বৈঠকেই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলেই চিন্তার কোনও কারণ নেই। তাই নিজের বা বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে খুঁজে নিতে সবাই একসঙ্গে খোলার চেষ্টা করে ওয়েবসাইট। এরপরই প্রবল সমস্যা শুরু হয় কমিশনের ওয়েবসাইটে। বেশি লোক একসঙ্গে ওয়েবসাইটে ঢুকতে চাইছে বলে সমস্যা, জানিয়েছিল কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ওয়েবসাইটের সার্ভারে কিছু সমস্যা রয়েছে, তাই লিস্ট দেখায় সমস্যা রয়েছে। ভোটার লিস্ট থেকে নাম উধাওয়ের অভিযোগের নেপথ্যে সেই গোলযোগকেই দায়ী করা হয়েছিল কমিশনের তরফে। সমস্যা সমাধানে নয়া ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন।
ceowestbengal.wb.gov.in/ -এই লিংকে ক্লিক করেই এ বার ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট দেখতে পাবেন সকলে। সেখানেই মিলছে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট।
