শুভশ্রীর থেকে যোগ্য ‘বিনোদিনী’ আমার চিন্তাভাবনায় আর কেউ নেই: সৃজিত

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একদিকে রামকমল মুখোপাধ্যায়, অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়। দুই পরিচালকের দুই ‘বিনোদিনী’কে নিয়ে আলোচনার শেষ নেই। যদিও এর নেপথ্যে রয়েছে কাস্টিংয়ের চমকও। রামকমলের ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ ছবিতে নামভূমিকায় দর্শক আগেই দেখেছেন রুক্মিণী মৈত্রকে। এ বার বড় পর্দায় ‘বিনোদিনী’ হয়ে আসছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই অভিনেত্রীর সম্পর্কের সমীকরণ ইন্ডাস্ট্রির কারও কাছেই অজানা নয়।

সৃজিতের ছবি ঘোষণার পর থেকেই শুরু নয় দুই অভিনেত্রীকে ঘিরে বিস্তর আলোচনা। ‘বিনোদিনী’র চরিত্রে কোন নায়িকা সেরা, সেই নিয়েই টানা হয় তুলনা। পাশাপাশি, কটাক্ষ ধেয়ে আসে সৃজিতের দিকেও। ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ ছবি মুক্তির পরপরই নেটিজেনদের এমনও মন্তব্য করতে দেখা যায়, ‘সৃজিতের ছবি অনুপ্রাণিত’! যদিও বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ‘কিলবিল সোসাইটি’ খ্যাত পরিচালকের সাফ জবাব, “২০১৯ সাল থেকে শুভশ্রীই আমার প্রথম পছন্দ ছিল এই চরিত্রের জন্য। ৫ বছর আগে প্রস্তাব যায় ওঁর কাছে।”

সদ্যই মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির প্রচার ঝলক। অনুষ্ঠানে এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৃজিতের সোজাসাপটা জবাব, “শুভশ্রীকে ‘বিনোদিনী’ হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ হল, ও খুব গুণী অভিনেত্রী। ওঁর বহু কাজ দেখে মনে হত কবে ওঁর সঙ্গে কাজ করব। অবশেষে সেটা হচ্ছে। সবমিলিয়ে মনে হয়, শুভশ্রীর থেকে যোগ্য ‘বিনোদিনী’ আমার চিন্তাভাবনায় আর কেউ নেই।”

পাশাপাশি তিনি এও জানান, অভিনেত্রীর কাছে ছবির প্রস্তাব গিয়েছিল অনেক বছর আগেই। সৃজিত বললেন, “বিনোদিনী হিসেবে আমার প্রথম পছন্দ ছিল শুভশ্রী। তবে এই চরিত্রের জন্য একটা নির্দিষ্ট শারীরিক গঠন প্রয়োজন ছিল। কিন্তু সেই সময়ে শুভশ্রী গর্ভবতী। অনেক কারণেই ছবিটা সেই সময়ে হয়ে ওঠেনি। এখন মনে হয়, ভাগ্যিস হয়ে ওঠেনি। নাহলে আমি আমার প্রথম পছন্দ ‘বিনোদিনী’কে পেতাম না। অবশেষে আমার প্রথম পছন্দকেই আমি বেছে নিচ্ছি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *