দুর্ঘটনার কবলে হৃতিক! দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যে অভিনেতাকে দেখে উদ্বিগ্ন অনুরাগীরা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গুরুতর আঘাতপ্রাপ্ত হৃতিক রোশন। কী হয়েছে তাঁর? কেমন আছেন তিনি? শুক্রবারই মিলল তাঁর প্রমাণ। এ দিন অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই দেখা যায়, হাতে ক্রাচ নিয়ে হাঁটছেন তিনি। ছবি ভাইরাল হতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। কিন্তু কীভাবে চোট পেলেন হৃতিক?
গত বছর থেকেই বহুল আলোচনায় রয়েছে অভিনেতার আগামী ছবি ‘ওয়ার ২’ । এই ছবিতে একটি নাচ নিয়ে দর্শকদের কৌতূহল যেন তুঙ্গে। জুনিয়র এনটিআর-এর সঙ্গে একটি নাচ রয়েছে হৃতিকের। সেই নাচের মহড়া দিতে গিয়েই বিপত্তি ঘটেছে। জানা গিয়েছে, হাঁটুতে চোট পেয়েছেন তিনি। চিকিৎসক আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের স্বাধীনতা দিবসের আবহে। কিন্তু হৃতিকের চোটের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে শুটিং। এই গানের শুটিং আবার কবে শুরু হবে, তা অজানা। ছবি মুক্তি কিছুটা পিছোবে কি না তা এখনও স্পষ্ট নয়।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ার’। সেখানে হৃতিকের পাশাপাশি নজর কেড়েছিলেন টাইগার শ্রফও। ‘ওয়ার ২’-এর পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। ছবিতে হৃতিক ছাড়াও অভিনয় করছেন জুনিয়র এনটিআর, জন আব্রাহাম, কিয়ারা আদবাণী।