কথা রাখলেন তাঁরা, বিচ্ছেদ হল না ‘জুজুর বাবা-মায়ের’! দোলে ছেলেকে নিয়ে একান্তে অনিন্দ্য-মধুজা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একসময়ে তাঁদের বিচ্ছেদ নিয়ে মধুজা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘বিচ্ছেদ বিয়ের হয়েছে! জুজুর বাবা-মায়ের হয়নি। দাম্পত্যের হয়েছে— বন্ধুত্বের হয়তো না।’ আর তারই যেন প্রমাণ মিলল দোলে। ‘প্রাক্তন’ অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে রং খেললেন মধুজা। সঙ্গ দিল তাঁদের ছেলেও। সেই আদুরে মুহূর্ত ভাগ করে নিলেন সঙ্গীতশিল্পী নিজেই।

গত বছর অগস্ট মাসে যখন আরজি কর-কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ, সেই সময়ে আরও একটি খবরে মন খারাপ হয়েছিল সঙ্গীতপ্রেমীদের। ১৮ আগস্ট সমাজমাধ্যমে অনিন্দ্যর সঙ্গে তাঁদের ১৯ বছরের দাম্পত্যে ইতি টানার খবর ভাগ করে নিয়েছিলেন শিল্পী, লেখক মধুজা বন্দ্যোপাধ্যায়। তবে এও কথা দিয়েছিলেন, ডিভোর্স হলেও তাঁরা তাঁদের একমাত্র সন্তান জুজুর বাবা মা হয়ে থেকে যাবেন আজীবন। কথা রেখেছেন।

দোলের দিন একগুচ্ছ ছবি পোস্ট করলেন অনিন্দ্য। কখনও ফ্রেমে মা-ছেলের খুনসুটির মুহূর্ত। আবার কখনও ছেলে কোনও গভীর আলোচনায় ব্যস্ত বাবার সঙ্গে। একসঙ্গে বাড়ির ছাদেই আবির খেলেন তাঁরা। ছবি পোস্ট করে গায়ক লিখলেন, ‘রং দে বসন্ত’।

এর আগে বিবাহবিচ্ছেদের কথা জানালেও এই বিচ্ছেদ যে তাঁদের যথেষ্ট ব্যথাতুর করেছে, এ কথার আভাস পাওয়া গিয়েছিল মধুজার লেখাতেই। লিখেছিলেন, ‘অনিন্দ্য খুব কষ্ট পেয়েছে। পেয়েছি আমিও। আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভারও হয়েছি। অনিন্দ্য আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি। বিচ্ছেদ বিয়ের হয়েছে! জুজুর বাবা-মায়ের হয়নি। দাম্পত্যের হয়েছে— বন্ধুত্বের হয়তো না। আজ সত্যিই তাই খেলা ভাঙার খেলা!’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *