‘বিনোদিনী বনাম বিনোদিনী’ বন্ধ হোক! সৃজিতের থেকে অন্যরা অনুপ্রেরণা নিতেই পারে:শুভশ্রী

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একটি চরিত্র। নেপথ্যে দুই অভিনেত্রী। একজন রুক্মিণী মৈত্র এবং অন্যজন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুটি নামই যথেষ্ট। ইন্ডাস্ট্রির অন্দরে এই দুই তারকার সম্পর্কের সমীকরণ কারওই অজানা নয়। উপরন্তু, মাত্র কয়েক মাসের ব্যবধানের মধ্যে একই চরিত্রে দুই নায়িকার কাস্টিং যেন আগুনে ঘি ঢালার মতোই। গত জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’। যেখানে, ‘নটী বিনোদিনী’র চরিত্রে ধরা দিয়েছেন রুক্মিণী। এর কয়েক দিন ঘুরতে না ঘুরতেই বোমা ফাটান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ঘোষণা করেন, তাঁর আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তেও ‘বিনোদিনী দাসী’র ভূমিকায় অভিনয় করতে চলেছেন শুভশ্রী।

এর পর থেকেই শুরু হয় বিস্তর আলোচনা। পর্দায় রুক্মিণীর ‘বিনোদিনী’ হওয়ার পরই কি সৃজিতের এমন ছবির ঘোষণা? পরিচালকের ছবি কি তবে অনুপ্রাণিত? এই প্রসঙ্গেই বলা যায়, এর আগে সংশ্লিষ্ট ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। সেইমতো বছর চারেক আগে, ২০২১ সালে সিনেমার ঘোষণা হওয়ার পর ‘বিনোদিনী’ রূপে ধরা দিয়েছিলেন প্রিয়াঙ্কা। তারপরেই রদবদল। কেন এমন সিদ্ধান্ত পরিচালকের? শুক্রবার, দোল পূর্ণিমার দিনই নতুন ভাবে প্রকাশ্যে এসেছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির ঝলক। প্রচার অনুষ্ঠানে এসে সৃজিতের সাফ জবাব, “২০১৯ সাল থেকে শুভশ্রীই আমার প্রথম পছন্দ ছিল এই চরিত্রের জন্য। তাছাড়া দুটি ছবির প্রেক্ষাপটও আলাদা।”

অন্যদিকে এই প্রসঙ্গে চলতে থাকা নানা তর্ক-বিতর্ককে চুপ করিয়ে ‘বিনোদিনী’ শুভশ্রী বলেন, “বিনোদিনী নিয়ে এত বিতর্কের মাঝে সৃজিত মুখোপাধ্যায়কেও শুনতে হচ্ছে যে তিনি অনুপ্রাণিত হয়েই এই ছবিটা বানিয়েছেন। সেটা যদিও হতেই পারে। অসাধারণ মানুষের কোনও কিছু থেকেই অনুপ্রেরণা নিতে কোনও অসুবিধা হয় না। তবে পুরনো খবর খুঁজলে দেখা যাবে, এর আগে বিনোদিনী হিসেবে প্রিয়াঙ্কা সরকারের একটা লুক প্রকাশ্যে এসেছিল। তাই বলাই যায়, এক্ষেত্রে তো সৃজিত একেবারেই অনুপ্রাণিত নন। কিন্তু ওঁর মতো একজন সিনিয়র মোস্ট পরিচালকের থেকে অনেকেই অনুপ্রেরণা নিতে পারে।”

অভিনেত্রী জানান, প্রায় ৫ বছর আগে তাঁর কাছে ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সৃজিত। শুভশ্রী বলেন, “২০২০তে আমার কাছে ছবির প্রস্তাব আসে। তার মানে এর অনেক আগেই ছবি সংক্রান্ত রিসার্চ করা হয়ে গিয়েছিল। কাজেই এখন থেকে দুটি চরিত্রের মধ্যে তুলনা টানাটা বন্ধ হোক। আমি প্রতিটা শিল্পীকেই সম্মান করি। তবে আমাদের গল্পটা একেবারেই অন্যরকম। বিনোদিনীকে নিয়েই কিন্তু ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নয়।”

পাশাপাশি রুক্মিণীর প্রশংসা করতেও ভোলেননি শুভশ্রী। তাঁকে সম্মান জানিয়ে অভিনেত্রী বলেন, “রুক্মিণী আমার থেকে অনেক ছোট। ছবিটা আমার দেখা হয়নি। কিন্তু আমি নিশ্চিত সে প্রচণ্ড মন দিয়ে কাজ করেছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *