বিচ্ছেদের খবর ‘প্র্যাঙ্ক’ বলে ওড়ালেন সুদীপ, ‘সম্পর্ক নিয়ে মস্করা কেন?’ ক্ষুব্ধ নেটিজেন
এন্টারটেইনমেন্ট ডেস্ক: খুব বেশি সময় পেরিয়ে যায়নি। গত শনিবার রাত থেকেই অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পীর একটি ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় সমাজমাধ্যম। বিচ্ছেদের পথে হাঁটছেন নাকি তারকা দম্পতি। এ দিন পৃথা নিজেই ফেসবুকে লিখলেন, ‘আমি ও সুদীপ মুখোপাধ্যায় আর একসঙ্গে নেই। অফিসিয়ালি আমরা ডিভোর্সড। তবে সারাজীবন আমরা একে অপরের বন্ধু হয়ে থাকব।’ এমন পোস্ট চোখে পড়তেই অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল আডিশন। তবে বেজে গিয়েছে সেই ফোন।
এর আগে দামিণী বেণী বসু-র সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন সুদীপ। ২৫ বছরের ছোট পৃথার সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দ্বিতীয় বিয়েও কি স্থায়ী হল না? বিতর্ক বাড়তেই রবিবার সকালে মুখ খুললেন সুদীপ। সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় স্পষ্ট জানিয়ে দেন, বিবাহবিচ্ছেদের এই খবর নাকি নিছকই ‘মস্করা’! অভিনেতা বলেন, “পৃথা একটি প্র্যাঙ্ক পোস্ট করেছিল। কিন্তু আমি জানতাম না এই বিষয়ে। ওর মনে হয়েছিল যে এখন চারিদিকে এত বিচ্ছেদের খবর হচ্ছে, যদি আমাদের নিয়েও এমন কিছু প্রকাশ্যে আসে, তা হলে কী হবে? ও ভাবতে পারেনি এই বিষয়টা নিয়ে সমাজমাধ্যমে এত কিছু রটে যাবে।”
তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের কোনও বিচ্ছেদ হয়নি। বলেন, “আমরা একসঙ্গেই আছি। কোনও চিন্তার বিষয় নেই। কিন্তু এটাই প্রমাণ যে মানুষ নেতিবাচক খবর নিয়ে বেশি উৎসাহী। এই ধরনের খবর নিয়ে বেশি উত্তেজিত হবেন না। ইতিবাচক দিকগুলো দেখুন।”

যদিও অভিনেতার এই পোস্ট মোটেই ভাল ভাবে নেননি নেটিজেনদের একাংশ। অনেকেরই মতে বিবাহবিচ্ছেদ নিয়ে এমন রসিকতা একেবারেই ঠিক নয়। ক্ষোভ প্রকাশ করে কেউ লিখেছেন, ‘বিবাহবিচ্ছেদ নিয়ে প্র্যাঙ্ক কে করে?’ কারও মন্তব্য, ‘নিজেরাই নিজেদের হাসির পাত্র বানালেন।’ আবার কেউ লিখেছেন, ‘ডিভোর্সটা একটা ছেলেখেলার বিষয় নয়। এমন সংবেদনশীল বিষয় নিয়ে প্র্যাঙ্ক করছেন!’

