হঠাৎ কাঞ্জিভরম শাড়ি উপহার পেলেন কঙ্গনা, তারপরেই কেন ক্ষোভ উগরে দিলেন তিনি?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বরাবরই স্পষ্টবাদী তিনি। সেই কারণেই একাধিকবার বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাঁকে। এমনকি বলিউডের দিকেও আঙুল তোলার আগে দু’বার ভাবেননি কঙ্গনা রানাওয়াত। কখনও কোনও বিখ্যাত পরিচালক-প্রযোজক, আবার কখনও বড় মাপের অভিনেতা, কঙ্গনার নিশানা থেকে বাদ যাননি নেই। এর আগে বহুবার বলিউডের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী। আরও একবার ক্ষোভ উগরে দিলেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছর মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত এবং পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’। যদিও তার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি তাঁকে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ও করেছেন কঙ্গনা। ছবিটি দর্শকমহলের একাংশের কাছে প্রশংসা কুড়িয়ে নিলেও বক্স অফিসে তেমন আশানরূপ ফল করতে পারেনি এই ছবি। এমনকি, বিগত কয়েক মাসে বলিউডে যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে, সেখানেও স্বীকৃতি পায়নি কঙ্গনার ছবি। এ বার এই বিষয়টিকে ঘিরেই সরব হলেন তিনি।
পুরষ্কার না পেলেও অনুরাগীদের ভালবাসা পেয়েছে ‘ইমার্জেন্সি’। ভালবাসা পেয়েছেন কঙ্গনাও। অনুরাগীদের তরফে নানা উপহারও এসেছে তাঁর কাছে। ঠিক এমনই একটি উপহার এল হঠাৎ। এক অনুরাগী এই ছবির জন্য শুভেচ্ছা জানিয়ে কঙ্গনাকে কাঞ্জিভরম শাড়ি পাঠিয়েছেন। এই বিষয়টিকে উদ্দেশ্য করেই অভিনেত্রী লিখলেন, ‘আমি অসাধারণ একটি শাড়ি উপহার পেয়েছি ‘ইমার্জেন্সি’ তৈরি করার জন্য। অর্থহীন ওই স্মারকগুলোর থেকে এই উপহার অনেক সুন্দর।’