সুপার কাপের কোয়ার্টারেই হতে পারে ডার্বি, দুই প্রধানের ম্যাচ দিয়েই শুরু টুর্নামেন্ট

0

স্পোর্টস ডেস্ক: আইএসএলের অন্তিম পর্যায়। এরমধ্যেই কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে কলিঙ্গ সুপার কাপের। ভুবনেশ্বরে ২০ এপ্রিল থেকে কলিঙ্গ সুপার কাপ-এর পঞ্চম আসর বসতে চলেছে। যার ফাইনাল হবে ৩ মে। এবারও প্রথম দু’বারের মতো সরাসরি নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে। তৃতীয় ও চতুর্থ সুপার কাপে যেমন গ্রুপ পর্ব এবং নকআউট- মিলিত ফরম্যাটে হয়েছিল, তা হচ্ছে না। টুর্নামেন্ট শুরুই হবে প্রি কোয়ার্টার ফাইনাল দিয়ে। ২০ এপ্রিল কেরালা ব্লাস্টার্স এফসি মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসির। সে দিনই আইএসএল শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে চার্চিল ব্রাদার্স-এর সঙ্গে।

আগের সূচী অনুযায়ী মোহনবাগানের বিরুদ্ধে রিয়াল কাশ্মীরেরই খেলার কথা ছিল। কিন্তু সেটা হচ্ছে না। ফেডারেশনের বিরুদ্ধে নিজেদের একাধিক অভিযোগ তুলে এবং ক্ষোভ দেখিয়ে সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে রিয়াল কাশ্মীর। কলকাতার আর এক আইএসএল দল মহমেডান এসসি প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র। দুই প্রধানই তাদের প্রথম ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ২৬ এপ্রিল। অন্যদিকে, মহমেডান কোয়ার্টার ফাইনালে উঠলে মুখোমুখি হতে পারে জামশেদপুর এফসি অথবা হায়দরাবাদ এফসি’র। টুর্নামেন্টের দুই সেমিফাইনালই হবে ৩০ এপ্রিল এবং ফাইনাল ৩ মে। মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।

এর মধ্যে ১৩টি দল ইন্ডিয়ান সুপার লিগ থেকে এবং ৩টি দল আই-লিগ থেকে আসবে। আইলিগ পয়েন্ট টেবিলে প্রথম চারে থাকা গোকুলাম এফসি এবং ইন্টার কাশী সুপার কাপে খেলবে। এছাড়াও খেলবে শীর্ষে থাকা চার্চিল ব্রাদার্স।আইনি জটিলতার কারণে আই লিগের চ্যাম্পিয়নের নাম এখনও ঘোষণা করতে পারেনি ফেডারেশন। প্রি কোয়ার্টারে গোকুলাম এফসি এবং ইন্টার কাশীর প্রতিপক্ষ যথাক্রমে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি। সুপার কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল ২০২৫–২৬ এ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্লে-অফে অংশগ্রহণের সুযোগ পাবে।সূচি অনুযায়ী, একই দিনে দুটি করে ম্যাচ খেলা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *