ক্রিকেট ফিরছে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে, কিন্তু কারা পাবে খেলার ছাড়পত্র?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘ ১২৮ বছর পর আরও একবার অলিম্পিক গেমসে নিশ্চিত হল ক্রিকেট। লস অ্যাঞ্জেলসে অলিম্পিকে অন্তর্ভুক্তি নিশ্চিত হল ক্রিকেটের। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটে ৬টা দেশ খেলবে। আইওসি জানিয়েছে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি২০ ফরম্যাটে ক্রিকেট হবে ছয় দলের। ৬ টা পুরুষ দল। ৬টা মহিলা দল। প্রতি দলে থাকবে ১৫ জন করে সদস্য। অর্থাৎ অলিম্পিকে মোট ৯০ জন পুরুষ ও ৯০ জন মহিলা ক্রিকেটার অংশ নিতে পারবেন। তবে যোগ্যতা অর্জন কীভাবে হবে তা এখনও জানা যায়নি। আইসিসির অধীনে ১২টি পূর্ণ সদস্য দেশ রয়েছে। এ ছাড়া ৯০টিরও বেশি দেশ সহযোগী সদস্য হিসেবে রয়েছে, যারা মূলত টি-টোয়েন্টিতে খেলে।
আয়োজক হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারে আমেরিকা। বাকি দেশগুলোকে যোগ্যতা অর্জন করতে হবে। কীভাবে সেই যোগ্যতা অর্জন হবে তা বিস্তারিত জানানো হয়নি। যদি আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী অলিম্পিকের ছাড়পত্র পাওয়া যায়, তবে ঐতিহাসিক ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ হারাতে পারে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো এশিয়ার শক্তিশালী দেশগুলি। উল্লেখ্য, ১২৮ বছর পর অলিম্পিকে ফিরেছে ক্রিকেট। শেষবার ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল।
সেবার গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটিমাত্র ম্যাচ আয়োজিত হয়। গ্রেট ব্রিটেন সোনা ও ফ্রেঞ্চ অ্যাথলেটিক ক্লাব ইউনিয়ন রুপো জয় করে। ১৯৮৬ সালে অ্যাথেন্স অলিম্পিকে ক্রিকেট রাখা হলেও পর্যাপ্ত সংখ্যক দল অংশ না নেওয়ায় শেষপর্যন্ত মাঠে গড়ায়নি কোনো বল। অলিম্পিকে ক্রিকেট ঢুকলেও ফুটবলে কমছে দেশের সংখ্যা। পুরুষদের ফুটবলে এতদিন ১৬টি দেশ খেলত। তা কমে হচ্ছে ১২। মহিলাদের ফুটবলে দেশের সংখ্যা বেড়েছে। ১৬টি দেশ এবার থেকে অংশ নিতে পারবে। এদিকে, অলিম্পিকে কম্পাউন্ড তিরন্দাজি অন্তর্ভুক্ত করা হয়েছে। কম্পাউন্ড তিরন্দাজি যুক্ত হওয়ায় ভারতের সুবিধা হল বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। শুধু ক্রিকেট নয়, ক্রিকেট-সহ বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ, এই পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্তির ব্যাপারে সিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজিকিউটিভ কমিটি। সব মিলিয়ে ২০২৮ অলিম্পিকে সর্বোচ্চ ১১,১৯৮ জন প্রতিযোগী অংশ নিতে পারবেন, ৩৬ খেলার ৩৫১ ইভেন্টে।