‘ভিক্টো আমার বন্ধু, তবে আইন সবটা বিচার করবে’, ‘সহকর্মী’র আসনে বসে আর কী বললেন রূপক দে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ঠাকুরপুকুর ঘটনার জেরে ধারাবাহিক থেকে বাদ পড়েছেন মূল অভিযুক্ত ভিক্টো দাস। তাঁর গাড়ির ধাক্কাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন ঠাকুরপুকুরের একজন। আহত আরও অনেকে। এই মুহূর্তে তিনি পুলিশি হেফাজতে থাকলেও তাঁকে মাশুল গুনতে হয়েছে অন্য দিক থেকেও। খবর, ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে আর পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন না তিনি। তাঁর পরিবর্তে ধারাবাহিক পরিচালনা করবেন রূপক দে। এর আগে ‘মিঠাই’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
আডিশনের তরফে যোগাযোগ করা হয়েছিল নতুন পরিচালক রূপকের সঙ্গে। মর্মান্তিক এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল তিনিও। ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকের এমন রদবদলের সিদ্ধান্তকে কীভাবে দেখছেন তিনি? রূপক বলেন, “এটা তো চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আমার কিছু বলার নেই এখানে। আমাকে যদি তাঁরা বলেন কাজটা করার জন্য, আমি করব। আমার জায়গায় অন্য যে কোনও পরিচালকই আসতে পারতেন।”
একই বিনোদন পাড়ার মানুষ উভয়েই। একজনের পরিবর্তে অন্যজন। পরিচালক ভিক্টোর সঙ্গে কথা হয়েছে রূপক দের? প্রশ্ন করতেই তাঁকে ‘বন্ধু’ সম্বোধন করে তিনি বলেন, “ভিক্টো আমার বন্ধু, সহকর্মী। আমরা একসঙ্গে কাজ করি, তাই মাঝে মধ্যেই সৌজন্য বিনিময় হয়। তবে এর থেকে বেশি ওর সঙ্গে কোনও কথা হয়নি।”
তবে তাঁর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রসঙ্গকে ঘিরে তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। শুধু টলিউড কেন, যে কোনও ক্ষেত্রের যে কোনও মানুষই যদি এমন কাজ করে থাকেন, তা হলে তা অন্যায়। তবে সেটার জন্য আইন আছে। আইন এর ব্যবস্থা নেবে। আমার এর বিরুদ্ধে কোনও বক্তব্য রাখা উচিত নয়।”