শান্ত বৈভবের ব্যাট হাতে প্রলয়! বন্যার মতো ছক্কা! ছক্কার রেকর্ড সূর্যবংশীর, ভারতেরও রানের রেকর্ড
আরও একবার। বিধ্বংসী বৈভব। বৈভবের তেজে ঝলসে উঠল ২২ গজ। বৈভব সূর্যবংশীর ব্যাট তরোয়ালের মতোই চলল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে। একাধিক রেকর্ডের অধিকারী হল ভারত, সেইসঙ্গে বৈভব নিজেও।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীর। সেই ম্যাচেই দাপুটে ব্যাটিং করলেন তরুণ বৈভব সূর্যবংশীর। খেললেন ৯৫ বলে ১৭১ রানের দুরন্ত ইনিংস। আর বৈভবের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪৩৩ রানের পাহাড় গড়ে ভারত, যা যুব এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক রানের নজির। এর আগে ২০১২ সালে কাতার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬৩ রান করেছিল। ২০১৮ সালে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৬ উইকেটের বিনিময়ে ৩৫৪ রান করেছিল। ভারতের এই স্কোর অবশ্য যুব ওয়ান-ডে’তে তৃতীয় সর্বোচ্চ। প্রথম দুটি স্থানে আছে অস্ট্রেলিয়া (৪৮০ রান) ও নিউজিল্যান্ড (৪৩৬ রান)।
দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে বৈভব শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক।৯৫ বলে ১৭১ রানের অনবদ্য ইনিংসে ছিল ৯টি চার এবং ১৪টি ছয়। স্ট্রাইক রেট ১৮০.০০। মাত্র ৮৪ বলে ১৫০ রানের গণ্ডি পেরন বৈভব। ছক্কা মারায় যুব ওডিআইতে এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন বৈভব। এর আগে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে এক ইনিংসে সর্বাধিক ১০টি ছক্কা মারার নজির ছিল আফগানিস্তানের দারউইশ রসুলির।ক্রিকেট ইতিহাসে যুবদের ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও এখন তাঁর নামেই।
২০০৮ সালে নামিবিয়ার বিরুদ্ধে ইনিংসে ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন অজি ব্যাটার মাইকেল হিল। ১৪টি ছক্কা হাঁকিয়ে সেই রেকর্ডও বৈভবের দখলে। সেইসঙ্গে যুবদের ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসাবে ৫০ ছক্কা হাঁকানোর নজিরও গড়েছে বিহারের এই বিস্ময় ব্যাটারের।এর আগে যুব এশিয়া কাপে সর্বাধিক ২২টি ছক্কা মারার রেকর্ড ছিল আফগান ক্রিকেটার দারউইশ রসুলির।ভারতের জার্সিতে অনূর্ধ্ব ১৯ ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রানে দ্বিতীয় স্থানে উঠে এল বৈভবের ১৭১।শীর্ষে রয়েছে ২০০২ সালে অম্বাতি রায়ডুর ১৭৭ রানের ইনিংস।
