‘আমি যদি ৫০ বছরে…’ ৬০ বয়সি আমিরের প্রেম-বিতর্কে পাশে দাঁড়ালেন বিক্রম ভাট
এন্টারটেইনমেন্ট ডেস্ক: নতুন করে প্রেমে পড়েছেন আমির খান। তবে কোনও লুকোছাপা নয়। নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সকলের সঙ্গেই। প্রেমের সূত্রপাত প্রায় দেড় বছর আগে হলেও গৌরীর সঙ্গে আমিরের পরিচয় কিন্তু ২৫ বছর আগে থেকেই। যদিও ৬০ বছর বয়সে এসে অভিনেতার নতুন সম্পর্ক নিয়ে বিতর্কেরও অন্ত নেই নেটমহলে। বলি তারকার নতুন সম্পর্ক নিয়ে এ বার মুখ খুললেন বিক্রম ভাট।
তাঁর কাছে ‘বয়স তো কেবলই মাত্র সংখ্যা’। তিনি নিজেও বিবাহবন্ধনে আবদ্ধ হন ৫০ বছর বয়সে। বিতর্কের মাঝেও আমিরের হয়ে সুর চড়িয়ে বিক্রম বললেন, “আমি যদি ৫০ বছর বয়সে বিয়ে করতে পারি, তা হলে আমির কেন ৬০ বছর বয়সে সঙ্গী খুঁজে পেতে পারেন না? বয়স কেবলই একটা সংখ্যা। জীবন যত এগোতে থাকে, সম্পর্ক বা যৌনতা নিয়ে উত্তেজনা কমতে থাকে। এই বয়সে মানুষ নিজের একাকিত্ব দূর করতে একজন ভাল সঙ্গীর খোঁজে থাকেন।”
তিনি আরও বলেন, “তোমার হাত ধরার জন্য কেউ আছে। তোমাকে বোঝার জন্য কেউ আছে। কেউ আছে যে তোমায় আশ্বাস দেবে। বলবে যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমির যদি একজন মানুষের মধ্যে সেটা খুঁজে পেয়ে থাকে, তাহলে আমি তার জন্য খুব খুশি। আমি ওকে শুভকামনা জানাই কারণ ও একজন দুর্দান্ত মানুষ। এই সুখটা ওর প্রাপ্য।”