রাজস্থান রয়্যালসের বড় ধাক্কা, বদল করতে হল অধিনায়ক

আইপিএল শুরু হওয়ার আগেই অধিনায়ক বদল হল রাজস্থান রয়্যালস দলের। আসন্ন মরসুমে রাজস্থান দলের ঘোষিত অধিনায়ক ছিলেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালস দলের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন না সঞ্জু। প্রথম তিন ম্যাচে রাজস্থান দলকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। দলের সূত্রে জানা গেছে, আপাতত আইপিএলের প্রথম তিন ম্যাচে সঞ্জু খেলতে পারেন ব্যাটার হিসেবে, কিপিং শুধু নয় সম্ভবত করবেন না ফিল্ডিং। কারণ, কয়েক মাস আগেই আঙুলে চোট পান সঞ্জু স্যামসন।ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন জোফ্রা আর্চারের বাউন্সারের আঘাতে চোট পেয়েছিলেন স্যামসন। এরপর আঙুলের অস্ত্রোপচার থেকে সেরে ওঠার পর চলতি সপ্তাহের শুরুতেই রাজস্থান দলে যোগ দেন তিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে সঞ্জুর কোনও সমস্যা না থাকলেও হাতের চোট নিয়ে উইকেটকিপিং করা এখনই সম্ভব নয় তাঁর পক্ষে। সূত্রের খবর, বিসিসিআই এখনও সঞ্জুকে ফিট ঘোষণা করেনি। অনুমতি মিললে আইপিএলে ইমপ্যাক্ট সাব হিসেবে মাঠে নামবেন তিনি। আর দলের উইকেটরক্ষক হিসেবে দেখা যাবে ধ্রুব জুরেলকে। এক ভিডিও বার্তায় স্যামসন বলেন, ‘আমি তিন বা তার বেশি খেলার জন্য পুরোপুরি ফিট নই। আমি মনে করি এই দলে অনেক নেতা আছেন। এই তিনটি ম্যাচের জন্য রায়ান নেতৃত্ব দেবে। ও যোগ্য ক্রিকেটার। আশাকরি ও কে সবাই সমর্থন করবে।’
রিয়ান পরাগ প্রথমবারের মতো আইপিএলে অধিনায়কত্ব করবেন। ২০১৯ সাল থেকে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা রিয়ানকে গত বছরের মেগা নিলামে ১৪ কোটি টাকায় তাকে রিটেইন করেছিল রাজস্থান। ২০২৪ আইপিএলে, রায়ান ৫৭৩ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। মোট রান সংগ্রাহকের তালিকায়ও তৃতীয় স্থানে ছিলেন এই অলরাউন্ডার। রাজস্থান রয়্যালস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্রাঞ্চাইজি সিদ্ধান্ত নিয়েছে রিয়ান পরাগের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার। ঘরোয়া ক্রিকেটে অসমকে নেতৃত্ব দিয়েছে পরাগ। বেশ কয়েক বছর ধরে দলের গুরুত্বপূর্ণ সদস্য পরাগ। টুর্নামেন্টের শুরুর কয়েকটা ম্যাচে তাই পরাগকেই দায়িত্ব দেওয়া হল।’ তাই ২৩ বছর বয়সি পরাগই গুরুদায়িত্ব পালন করবেন। বিরাট কোহলির পর আইপিএলে সবচেয়ে কম বয়সি ক্যাপ্টেন হতে চলেছেন তিনি। আইপিএলে ২৩ মার্চ প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম নেতৃত্ব দেবেন পরাগ।