বিতর্ক চরমে ইডেনের ২২ গজ, পিচ কিউরেটর অনেক প্রচার পেয়েছেন, ম্যাচ হেরে বললেন রাহানে
স্পোর্টস ডেস্ক: ২ ইনিংসে উঠল ৪৭২ রান! উইকেটের পতন ১০! ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ পেল না নাইট রাইডার্স। ফের বিতর্কের শিরোনামে ইডেনের বাইশগজ। ম্যাচের পরই সাংবাদিক সম্মেলনে এসে হারের জন্য ইডেনের বাইশগজ এবং কিউরেটরকে কাঠগড়ায় দাঁড় করালেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। কেকেআর অধিনায়ক পরিষ্কার বলেন, ‘দেখুন পিচ নিয়ে অনেক কথা হয়েছে। আপনারা অনেক কিছু বলেছেন এটা নিয়ে। আমি আর কিছু বলব না, বললে ঝামেলা লেগে যাবে। আমাদের পিচ কিউরেটর অনেক প্রচার পেয়েছেন। আমি মনে করি উনি প্রচার পেয়ে খুশি। হোম অ্যাডভান্টেজ নিয়ে আপনাদের যা লেখার লিখুন, লিখতে পারেন। আমার যদি কিছু বলার থাকে তা হলে আইপিএলকে বলব।’
এরপর তিনি বলেন, ‘একটা কথা পরিষ্কার করে দিই, স্পিনারদের জন্য কোনও সুবিধা ছিল না পিচ থেকে’। রাহানের সাংবাদিকদের কাছে চাঁচাছোলা কথার পরই কালবৈশাখী ঝড় বয়ে যায়। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় অবশ্য তাঁর জায়গায় অনড়। জানিয়ে দেন, তিনি কিছু বলবেন না। সকলেই দেখতে পেয়েছে কি হয়েছে। দর্শকরাই বিচার করবে। চলতি আইপিএলের প্রথম ম্যাচ থেকে ইডেনের পিচের চরিত্র নিয়ে অসন্তোষ কেকেআর শিবির করে আসছে। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পরে রাহানে বলেছিলেন পিচে বল আরেকটু স্পিন করলে ভালো হতো।
সুজনও সেসময় বলে দেন, ফ্র্যাঞ্চাইজির দাবি মতো পিচ বানাতে তিনি বাধ্য নন। পরে অবশ্য উপরমহলের কারও কারও হস্তক্ষেপে সমস্যা খানিকটা মেটে। এরপর সানরাইজার্স ম্যাচে নিজেদের অর্ডারমতো পিচ পেয়ে যায় নাইটরা। লখনউয়ের বিরুদ্ধে আবার যে কে সেই। অন্তত সানরাইজার্স ম্যাচে যে পরিমাণ ঘূর্ণি ছিল, সেটা দেখা যায়নি। পিচ বিতর্কে জলঘোলা চললেও সিএবি সভাপতি অবশ্য এ ব্যাপারে নীরব। ম্যাচের আগের দিন অবশ্য কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে পরামর্শ করতে দেখা গিয়েছিল তাঁকে। এখনও অনেকগুলো হোম ম্যাচ বাকি কেকেআরের। ম্যাচ হেরে পরিস্থিতিও জটিল হচ্ছে। এখন দেখার ওপরমহল থেকে কোনও বার্তা আসে কিনা!