রানি, তমন্না-সহ একাধিক তারকার ‘জন্মদাতা’, তিনিই আজ তারাদের দেশে! বলিউডে ফের মৃত্যুসংবাদ

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: টিনসেল টাউনের ঔজ্জ্বল্য যেন ক্ষীণ হচ্ছে দিনের পর দিন। গত কয়েকদিন ধরেই একের পর এক মৃত্যুসংবাদ। এই তো গত সপ্তাহের ঘটনা, পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। মঙ্গলবার প্রয়াত হলেন বলিউডের আরও এক খ্যাতনামী। স্বনামধন্য প্রযোজক সেলিম আখতার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

ভর্তি ছিলেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর স্ত্রী শামা আখতার। যদিও কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনও অস্পষ্ট। বুধবার, জোহরা নমাজের পর দুপুরবেলা শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে।

নব্বইয়ের দশকের বিনোদন দুনিয়ায় অত্যন্ত পরিচিত নাম ছিলেন তিনি। ঝুলিতে ‘ফুল অর অঙ্গার’, ‘কয়ামত’, ‘বাদল’, ‘বাজি’র মতো একাধিক ছবি। সেলিমের হাত ধরেই রানি মুখোপাধ্যায়ের প্রথম অভিষেক হয় বলিউডে। একইভাবে পা রাখেন তমন্না ভাটিয়াও। ১৯৯৭-এ রানির প্রথম হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বরাত’ এবং ২০০৫-এ তমন্নার ‘চাঁদ সা রোশন চেহেরা’র প্রযোজক ছিলেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *