প্রিয়াংশের বিধ্বংসী ইনিংসের কাছে প্রভাব ফেলল না ধোনি ঝড়
স্পোর্টস ডেস্ক: ১৭/১, ৩২/২, ৫৪/৩, ৮১/৪। এই গতিতেই উইকেট পড়ছিল পঞ্জাব কিংসের। কিন্তু এরপরও একটা দিক ধরে রেখে রান তুলে যাচ্ছিলেন প্রিয়াংশ আর্য। অ্যানকাপড প্লেয়ার। কেউই চেনেন না তেমন। কিন্তু তিনিই হাঁকিয়ে দিলেন সেঞ্চুরি। গড়ে দিলেন ফারাক। দুশোর বেশি রান চেস করে পারেনি কেকেআর। একই দিনে পারল না চেন্নাই সুপার কিংসও। পঞ্জাব কিংসের ৬ উইকেটে ২১৯ রানের জবাবে চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে তুলল ২০১ রানে। তাতে ১৮ রানে আবারও হারের মুখই দেখল চেন্নাই।

প্রিয়াংশ আর্য, পাঞ্জাব কিংসের এই ওপেনার নিঃসন্দেহে মাঠ কাঁপিয়েছেন। পেলেন আইপিএল কেরিয়ারে প্রথম শতরান। মাত্র ৩৯ বলে শতরান করেন পঞ্জাব কিংসের তরুণ ওপেনার। শেষপর্যন্ত ৪২ বলে ১০৩ রান করে আউট হন। মাত্র ১৯ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। পরের ২০ বলে আরও ৫০ রান যোগ করেন। ইনিংসে ছিল ৯টি ছয়, ৭টি চার। অষ্টম আনক্যাপড ক্রিকেটার হিসাবে আইপিএলে সেঞ্চুরি করলেন প্রিয়াংশ। চলতি মরসুমে এই প্রথম কোনও আনক্যাপড ক্রিকেটার সেঞ্চুরি করলেন। প্রিয়াংশ শতরান করলেন মাত্র ৩৯ বলে। যা আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে দ্রুততম এবং আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম। প্রিয়াংশুর ব্যাটে ভর করে ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে পঞ্জাব কিংস। টসে জিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাটিং নেন শ্রেয়স আইয়ার। তাতে প্রভুসিমরণ ০, শ্রেয়স ৯, স্টোইনিস ৪ ও নেহাল ওয়াধেরা ৯, ম্যাক্সওয়েল ১ রানে ফিরে যান। শেষদিকে শশাঙ্ক সিং ৩৬ বলে ৫২ ও জানসেন ১৯ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। পঞ্জাবের এই ইনিংসে অবশ্য নজির গড়েন মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে ১৫০ টি ক্যাচ নিলেন এমএস ধোনি। আইপিএলে এই নজির অন্য কারোর নেই। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব খারাপ হয়নি চেন্নাইয়ের। প্রথম উইকেটের জুটিতে সাড়ে ছ’ওভারে সিএসকে তুলে ফেলে ৬১ রান। রাচিন ফেরেন ৩৬ রানে। কনওয়ে করেন ৬৯ রান। অধিনায়ক রুতুরাজ ফেরেন ১ রানে। কনওয়ে এবং দুবে সিএসকে-কে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও কাজের কাজ হয়নি। দুবে ২৭ বলে ৪২ রান করেন। কনওয়ে ৪৯ বলে ৬৯ রান করেন। কনওয়েকে রিটায়ার্ড আউট করে জাদেজাকে নামানো হলেও জয়ের বন্দরে পৌঁছতে পারেনি চেন্নাই। আর ফিনিশার ধোনি মাঠে নেমে ঝড় তুলেছিলেন ঠিকই কিন্তু তাও বিফলে যায়।মহেন্দ্র সিং ধোনির ১২ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস ম্লান হয়ে গেছে। এই নিয়ে পরপর চার ম্যাচে হারের মুখ দেখে ৯ নম্বরে চলে গেল চেন্নাই। এই জয়ে পঞ্জাব গেল ৪ নম্বরে।