আর শোনা যাবে না ‘ঝোল’, ‘ফাসলে’র মতো গান, ‘স্পটিফাই’ থেকে সরানো হল পাকিস্তানি গান

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পহেলগাঁও ঘটনার পর দুই দেশের মধ্যে সংঘর্ষ পরিস্থিতি সৃষ্টি হলেও পাকিস্তানের বিনোদন জগৎ বরাবরই প্রশংসিত হয়েছে ভারতে। তাঁদের ড্রামা সিরিজ থেকে শুরু করে গান, সবই বহুল জনপ্রিয়তা পেয়েছে এই দেশেও। তবে গত দুই মাসে বদলেছে পরিস্থিতি। এর আগে পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট বা এই ধরনের যে কোনও জিনিস সম্প্রচারের মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল নয়াদিল্লির তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

এই প্রসঙ্গেই আরও কঠোর পদক্ষেপ দেশের। প্রতিবেশী দেশের বিনোদন জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার একাধিক পদক্ষেপ করা হয়েছে। পাক শিল্পীরা যেমন কাজ হারিয়েছেন সেই দেশে, তেমনই পাকিস্তানি রেডিয়ো স্তব্ধ হয়েছে কিংবদন্তি লতা মঙ্গেশকর, কিশোর কুমারের কণ্ঠ। শোনা যাবে না শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংকেও। জনপ্রিয় মিউজিক অ্যাপ ‘স্পটিফাই’ থেকে সরিয়ে নেওয়া হল সমস্ত পাকিস্তানি গান। পাকিস্তানি শিল্পীদের ‘ঝোল’,’ফাসলে’র মতো গানগুলি এই দেশে খুবই জনপ্রিয়। এখন চাইলেও শোনা যাবে না আর।

এখানেই শেষ নয়, সম্প্রতি পাকিস্তানের ‘সমর্থক’ দেশ তরস্কের সঙ্গেও যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। গত ৮ মে, তুরস্ক ও আজারবাইজান এই সর্বসমক্ষে জানায় যে এই উত্তপ্ত পরিস্থিতিতে তারা পাকিস্তানকে সমর্থন করছে। উপরন্তু ভারতের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’-এরও সমালোচনা করেছিল তারা। সেই কারণেই ‘এআইসিডব্লিউএ’ সম্পূর্ণ ভাবে তুরস্ককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের কোনও ছবি আর এই দেশে শুটিং করা হবে না, এমনটাই সিদ্ধান্ত সংগঠনের। কেবল শুটিং নয়, বিনোদন সংক্রান্ত কোনও কাজই এখানে করা যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *