সিদ্ধিবিনায়ক মন্দিরে গম্ভীর, জানা গেল ইংল্যান্ড রওনা হওয়ার দিনক্ষণ

0

স্পোর্টস ডেস্ক: ভারতীয় টেস্ট ক্রিকেটে দুই গুরুত্বপূর্ণ শূন্যস্থান। বিরাট কোহলি ও রোহিত শর্মা। কারা আসবেন এই জায়গায়? এ যেন কোটি টাকার প্রশ্ন। জানা গেছে, ইংল্যান্ড রওনা হওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। তারমধ্যে ভারতের প্রথম গ্রুপটি ৬ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে। যারা আইপিএল ফাইনাল খেলবেন, তারা যাবেন পরের গ্রুপে। ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলা আসন্ন বহু প্রতীক্ষিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন গম্ভীর। ইংল্যান্ড সফরের দল নির্বাচন নিয়ে নির্বাচকদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে গৌতম গম্ভীরের।

তারমধ্যেই গৌতম গম্ভীরকে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গেল সস্ত্রীক। অনেকেই মনে করছেন ইংল্যান্ড সফরের জন্য সিদ্ধিবিনায়কের আশীর্বাদ চাইতে এসেছেন গুরু গম্ভীর। অনেকেই মনে করেন, টেস্টে বিরাট যুগের সমাপ্তিতে গম্ভীরের হাত রয়েছে। তবে গম্ভীর বা বিরাট কেউই এই নিয়ে মুখ খোলেননি। অনেকেই মনে করছেন, বিরাট-রোহিত পরবর্তী সাফল্য কামনাতেই মন্দিরে আর্শীবাদ নিতে গেছেন তিনি। দুই অভিজ্ঞ ক্রিকেটার অবসর নেওয়ায় বলাই যায় তারুণ্য নির্ভর দল হতে চলেছে ইংল্যান্ড সফরে। স্বাভাবিকভাবেই ইংল্যান্ড সফরে একঝাঁক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেবে বিসিসিআই। এরওপর কে অধিনায়ক হবেন তাও এখনও ধোঁয়াশায়। সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহকে নেতৃত্বে বাছা হবে না শুভমন গিল বা ঋষভ পন্থের মতো তরুণ তুর্কীর হাতে ব্যাটন তুলে দেওয়া হবে তা নিয়ে ধন্দ্ব রয়েইছে। নেতৃত্বের দৌড়ে রয়েছেন অভিজ্ঞ কেএল রাহুলও।

রোহিতের অনুপস্থিতিতে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে পারেন কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়ার মাটিতে দুজনের বোঝাপড়া সকলের নজর কেড়ে নিয়েছিল। ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে রাহুলের। ইংল্যান্ড সফরে ভারতীয় এ দলে থাকা কার্যত নিশ্চিত করুণ নায়ার ও সাই সুদর্শনের। সরফরাজ খান ও ধ্রুব জুরেলের সঙ্গে তাঁদের লড়াই হবে টেস্ট দলের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে। শুভমন গিল ও ঋষভ পন্থ থাকছেনই।সরফরাজ খান ও ধ্রুব জুরেলও প্রায় নিশ্চিত। একমাত্র স্পিনার হিসাবে খেলানো হতে পারে রবীন্দ্র জাদেজাকে। তবে তাঁকে দলে ঢুকতে লড়াই করতে হবে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে। জসপ্রীত বুমরাহ থাকছেন। সেইসঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, নীতিশ কুমার রেড্ডি থাকতে পারেন। এখানে লড়াই থাকবে মহম্মদ শামি, হর্ষিত রানা, আকাশ দীপের সঙ্গেও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *