রাহুল দেশে ফিরতেই ফটোশুট, হবু মা আথিয়া প্রকাশ্যে আনলেন বেবি বাম্পের ছবি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রাহুলের ফেরার অপেক্ষাটাই করছিলেন আথিয়া শেট্টি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের খুশিতে এখনও বিভোর কেএল রাহুল। এবার নিজের জীবনের খুশির খবরও দিতে চান ভক্তদের। তর সয়নি। দেশে ফিরেই স্ত্রী আথিয়ার সঙ্গে গদগদ হয়ে তুলে ফেলেছেন রোমান্টিক বেবি বাম্পের ছবি। তিনি। গতবছরই তারকাদম্পতি সুখবর দিয়েছিলেন যে, তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। কিছু দিনের মধ্যেই রাহুল ও আথিয়ার কোল আলো করে তাঁদের প্রথম সন্তান আসতে চলেছে। তাই মাঠে আসতে পারেননি আথিয়া। বাড়িতে বসেই টিভির পর্দায় এদিনের ম্যাচ দেখেছেন হবু মা আথিয়া যে বর্তমানে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন।

রাহুল ফিরতেই একসঙ্গে অন্তঃসত্ত্বার ছবি পোস্ট করেছেন তিনি সমাজমাধ্যমে। ক্যাপশনে লেখা- ‘ওহ বেবি!’ কখনও স্বামী রাহুলের সঙ্গে বেবিবাম্প আগলে পার্কে হাঁটার ছবি দিয়েছেন তিনি, আবার কখনও বা দেখা গেল সোফায় আথিয়ার কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন রাহুল। কখনও আবার একাকী আথিয়া বেবিবাম্প আরও স্পষ্ট করেছেন। সুন্দর মুহূর্তের কোলাজ তুলে ধরেছেন সমাজ মাধ্যমের পোস্টে। তা দেখে শুভেচ্ছাও জানাচ্ছেন ভক্তরা।
কবে তারা বাবা-মা হতে চলেছেন? এই প্রশ্নের উত্তর সম্প্রতি একটি পডকাস্টে দিয়েছেন আথিয়ার বাবা এবং ভবিষ্যতের দাদু, বলিউড অভিনেতা সুনীল শেট্টি।

তিনি বলেন, ‘নাতি হোক বা নাতনি, আমরা এখন শুধু এই আনন্দের অপেক্ষায় আছি। আমরা এপ্রিল মাসের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ অভিনেতা সুনীলের এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে যে আথিয়া এবং রাহুলের সন্তান জন্মের সময় আর বেশি দূরে নেই। যদিও তিনি ডেলিভারির সঠিক তারিখ প্রকাশ করেননি। সেইসময় অবশ্য আইপিএল চলবে। কেএল রাহুল ছুটি নেবেন কিনা জানা যায়নি। তবে সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্ব করতে চান না কেএল রাহুল। তার কারণও অবশ্য জানাননি তিনি। উল্লেখ্য, রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের জয় এসেছে এক প্রকার কে এল রাহুলের হাত ধরে। রাহুল ৩৩ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *