‘চিকনি চামেলি’ গেয়ে ‘বিব্রত’ শ্রেয়া, নিজের গাওয়া গানেই আপত্তি? জন্মদিনে ফিরে দেখা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পর্দায় ক্যাটরিনা কইফ। কণ্ঠে শ্রেয়া ঘোষাল। অভিনেত্রীর শরীরী হিল্লোল এবং গায়িকার সুরে একসময়ে বুঁদ হয়েছিল নেটদুনিয়া। এর রেশ এখনও কাটেনি বললেই চলে। ক্যাটরিনা এবং শ্রেয়া- উভয়ের কর্মজীবনেরই অন্যতম হিট গান ‘অগ্নিপথ’ ছবির ‘চিকনি চামেলি’। এত বছর পার হয়ে গেলেও এখনও সমান জনপ্রিয় এই গান। কিন্তু জানেন কি, জনপ্রিয় এই গান গাওয়া নিয়ে নিজেই বিব্রত শ্রেয়া ঘোষাল? কিন্তু কেন? গায়িকার জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর কর্মজীবনের দিনগুলি।
ক্যালেন্ডার বলছে, ১২ মার্চ তাঁর জন্মদিন। এর আগে শ্রেয়া বহু সাক্ষাৎকারেই জানিয়েছিলেন, তাঁরই গাওয়া ‘চিকনি চামেলি’ গান নিয়ে কিছুটা আপত্তি ছিল তাঁর। এমনকি এখনও পাঁচ থেকে ছয় বছরের খুদেদের কণ্ঠে এমন গান একেবারেই পছন্দ করেন না গায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, এই ধরনের গানগুলি যতই মজাদার এবং অনলস হোক না কেন, এর দ্বৈত অর্থ থাকে। কোনও কোনওটি খুবই অশ্লীল দিককে ইঙ্গিত করে।
গায়িকা বলেন, “যখন দেখি পাঁচ-ছয় বছরের বাচ্চারা আমার এই গানগুলো গায়, আমি খুব বিব্রত বোধ করি। আসলে ওরা মানে না বুঝেই গানটা গায়। কারণ ওই গানগুলোতে মেয়েদের খানিক পণ্য হিসেবে দেখানোর চেষ্টা চলে।”
তবে সময়ের সঙ্গে সঙ্গে গান বাছাইয়ের ক্ষেত্রে শ্রেয়া এখন অনেকটাই সচেতন হয়ে উঠেছেন। যেখানে মহিলাদের ছোট করা হয়, বা তাঁদের পণ্য হিসেবে দর্শানো হয়, এমন গান বেছে ফিরিয়ে দেন তিনি। শুধু তাই নয়, গানের লাইন এবং শব্দের ক্ষেত্রেও বেশ সচেতন তিনি।