মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সলমন খান, আত্মহত্যা করতেও উদ্যত হন রোগীরা!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ট্রাইগেমিনাল নিউরালজিয়া। ‘সুইসাইড ডিজিজ’ নামেও পরিচিত এই অসুখ। রোগীর মুখমণ্ডলে যন্ত্রণা অনুভূত হয়। সেটি এমন পর্যায় পৌছয় যে রোগী নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে চান। তাই এমন নাম। আর সেই রোগেই আক্রান্ত সলমন খান। শুধু তাই নয়, শরীরে দীর্ঘদিন ধরে বাসা বেঁধেছে আরও রোগ।
অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়েই কাজ করে চলেছেন। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে এসে নিজেই নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেতা। ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম, এভি ম্যালফরমেশনের মতো রোগ দীর্ঘদিন ধরে রয়েছে নাকি তাঁর শরীরে। ‘সুইসাইড ডিজিজ’-এর কথা তো আগেই বলা হয়েছে। অ্যানিউরিজম হল স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের এক ধরনের সমস্যা। অন্য দিকে এভি ম্যালফরমেশন তৈরি হয় শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ থেকে।
তিনি বলেন, “রোজ হাড় ভাঙছে, পেশী ছিঁড়ে যাচ্ছে। তার উপর আবার ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কাজ করে চলেছি। মস্তিষ্কে অ্যানিউরিজম রয়েছে। এগুলো থাকা সত্ত্বেও কাজ করছি রোজ। এভি ম্যালফরমেশনও রয়েছে আমার, তা-ও চলা ফেরা করছি।” আক্ষেপের সঙ্গেই বলেন, “এগুলো যদি অল্প বয়সে ধরা দিত। তাহলেও অসুবিধা হত না। অর্থ উপার্জনের রাস্তা খুঁজেই নিতাম। এখন আবার নতুন করে শুরু করতে হচ্ছে।”