অপরাজেয় ‘পরিণীতা’! ধারাহিকের টিআরপি তালিকার প্রথম পাঁচে কারা?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই সপ্তাহেও নজির গড়ল ধারাবাহিক ‘পরিণীতা’। চলতি বছরের শুরু থেকে প্রায় অধিকাংশ সময়তেই টিআরপি তালিকায় শীর্ষে থেকেছে এই ধারাবাহিক। এবারেও তার অন্যথা হল না।  ৭ নম্বর নিয়ে তালিকার শীর্ষে উদয়প্রতাপ সিংহ ও ঈশানী চট্টোপাধ্যায়।

দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’। প্রাপ্ত নম্বর ৬.৯। যৌথ ভাবে একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এর পর তৃতীয় স্থানে তির ছুঁড়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬।

খুব অল্প সময়ের মধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও এই ধারাবাহিক রয়েছে চতুর্থ স্থানে। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। তবে শুধু এটিই নয়, প্রশংসিত আরও একটি নতুন ধারাবাহিক। টিআরপি তালিকার পঞ্চম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬। যদিও যৌথ ভাবে রয়েছে ধারাবাহিক ‘কথা’। ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬। সপ্তম স্থানে একসঙ্গে রয়েছে তিনটি ধারাবাহিক— ‘গীতা এলএলবি’, ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘চিরসখা’। অষ্টম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’। নবম স্থানে ৪.৭ নম্বর পেয়ে রয়েছে ‘মিত্তির বাড়ি’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *