রূপটান থেকে বসার ভঙ্গি, ‘যেন অবিকল বিনোদিনী’! নটীরূপী শুভশ্রীকে দেখে কী বলছে নেটপাড়া?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মুণ্ডিত মস্তক এবং গেরুয়া বসনা চৈতন্য বেশে আগেই নজর কেড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে পর্দায় বিনোদিনী দাসীর রূপে অভিনেত্রীকে কেমন লাগবে, তা দেখতেই মুখিয়ে ছিল অনুরাগীদের কৌতূহলী চোখ। অবশেষে অপেক্ষার অবসান। শনিবার একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন সৃজিত মুখোপাধ্যায়। আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির জন্য ‘বিনোদিনী’র চরিত্রে শুভশ্রীকে যে গড়েপিঠে নিচ্ছেন পরিচালক, তারই ঝলক চোখে পড়ল ছবিতে।
সাজসজ্জা, রূপটান থেকে শুরু করে বসার ভঙ্গি, সাদাকালোতে যেন অবিকল নটী বিনোদিনীকেই ফুটিয়ে তুললেন শুভশ্রী। সৃজিত লিখলেন, ‘দেহ পট সনে নট সকলি হারায়…’ প্রযোজক রানার মতে, ‘চৈতন্য হোক…’ কী বলছেন অনুরাগীরা?
পরিচালকের কমেন্ট বক্সে চোখ বোলালেই স্পষ্ট, তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের সিংহভাগই। কেউ লিখেছেন, ‘বিনোদিনী হিসেবে শুভশ্রী অনবদ্য’, আবার কারও কারও মতে, ‘সৃজিতের শিল্পী নির্বাচন অসাধারণ’। কেউ কেউ লিখেছেন, ‘শুভশ্রীকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে।’
যদিও এই প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে ‘নটী বিনোদিনী: আমার কথা’ বইটি পড়তে দেখা গিয়েছিল তাঁকে। বলাই বাহুল্য, ছবির জন্য পড়াশোনার ক্ষেত্রেও ফাঁকি নেই শুভশ্রীর। সাদাকালো ছবিতে ‘বিনোদিনী’রই যেন প্রতিচ্ছবি হয়ে উঠেছেন তিনি।