ইংল্যান্ডই ‘পয়া’ পন্থের, সেঞ্চুরিতে গুরু ধোনিকে টপকে সিগনেচার সেলিব্রেশন
স্পোর্টস ডেস্ক: ‘ঋষভ পন্থ যা করতে সাহস দেখান, তা কেবল ঋষভ পন্থই করতে পারেন’! ক্রিকেট বিশেষজ্ঞদের এ’কথা যে কতটা সত্যি তা ইংল্যান্ডের মাটিতে আরও এক ব্যাট হাতে নেমে বুঝিয়ে দিলেন ঋষভ পন্থ। লিডসে ব্যাট হাতে নিজের জাত চেনালেন। ভারতের সহ-অধিনায়ক প্রথম দিন ১০২ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় করলেন ঝকঝকে সেঞ্চুরি। ১৭৮ বলে ১৩৪ রানের ইনিংস। তাতে একডজন বাউন্ডারি আর হাফডজন ছক্কা।তাতেই ভাঙলেন গুরু ধোনির রেকর্ড।
বেন স্টোকসের বলে এক রান নিয়ে পৌঁছে গিয়েছিলেন ৯৯ রানে। পরের ওভারের প্রথম বলেই ইংলিশ স্পিনার শোয়েব বশিরকে এক হাতে ছক্কা মেরেই খুলে ফেললেন হেলমেট। এরপর দর্শকদের অবাক করে দিলেন সামারসল্ট। যেমনটা করেছিলেন গত মাসে আইপিএলে সেঞ্চুরি করার পর। এটাই পন্থের সিগনেচার সেলিব্রেশন। ১০টি চার ও ৪টি ছক্কায় তিনি স্পর্শ করেন তিন অঙ্ক। টেস্ট কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি করে যেন অনেককিছুরই জবাব দিলেন ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটার। এই সেঞ্চুরিতেই ভারতীয় উইকেটকিপার-ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি শতরানের নিরিখে মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে গেলেন। তালিকায় তিন নম্বরে আছেন ঋদ্ধিমান সাহা। তাঁর সেঞ্চুরির সংখ্যা তিন। আর ধোনি ১৪৪টি টেস্ট ইনিংসে ৬টি সেঞ্চুরি করেছিলেন। সেখানে মাত্র ৭৬টি ইনিংসেই সপ্তম সেঞ্চুরি করে ফেললেন পন্থ।
তাও ৯০-র ঘরে সাতবার আউট হয়ে গিয়েছেন। ইংল্যান্ড যেন সত্যি পয়া পন্থের জন্য। সফরকারী উইকেটকিপারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে টেস্টে অন্যদের কারও যেখানে একটার বেশি সেঞ্চুরি নেই, সেখানে পন্থ করলেন তিনটি। তাও মাত্র ইংল্যান্ডের মাটিতে ১০ টেস্ট খেলে। ইংল্যান্ডে পন্থের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি এটা। শেষ ২০২২ সালে এজবাস্টনে খেলেছিলেন ১১১ বলে ১৪৬ রানের ইনিংস। এছাড়া ২০১৮ সালে দ্য ওভালে খেলেছিলেন ১১৪ রানের ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট সেঞ্চুরি হল ৪টি, অন্যটি ২০২১ সালে ঘরের মাঠ আহমেদাবাদে। নিলামে ঝড় তুলে রেকর্ড ২৭ কোটি টাকায় আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে গিয়ে এবারের শুরু থেকে ব্যর্থতার বৃত্তে বন্দি ছিলেন পন্থ। অবশেষে আরসিবির বিরুদ্ধে সেঞ্চুরি করে মুখরক্ষা করেন। এরপর অন্য ফরম্যাটে এসে বোঝালেন তিনি তাঁর স্বমহিমাতেই রয়ছেন।