বিপিনের জোড়া গোলে চেন্নাইয়িনের বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের, প্রথম গোল পেলেন হিরোশি

0

প্রথম ম্যাচে জয় হাতছাড়া হতেই পেপটক দিয়েছিলেন অস্কার ব্রুজো। এরপরই দ্বিতীয় ম্যাচে অন্য রূপে ধরা ইস্টবেঙ্গল। লাল হলুদ ঘুরে দাঁড়াতে এগোনোর রাস্তাই খুঁজে পেল না চেন্নাইয়িন। বিদেশিহীন দলের বিরুদ্ধে ৪-০ গোলে বড় জয় পেল লাল হলুদ ব্রিগেড। জোড়া গোল করলেন বিপিন সিং। পরিবর্ত হিসেবে নেমে স্কোরশিটে নাম তুললেন নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি। ইস্টবেঙ্গলের জার্সিতে এটাই প্রথম গোল তাঁর। আর একটি গোল কেভিন সিবিলের।
এ বারের সুপার কাপে এটাই ইস্টবেঙ্গলের প্রথম জয়। তবে ম্যাচের প্রথম আধঘণ্টা খেলা দেখে বোঝার উপায় ছিল না ইস্টবেঙ্গলের দাপট কতটা প্রভাব ফেলবে।

মাত্র ১০ মিনিটের ঝড়েই যেন লণ্ডভণ্ড করল লাল হলুদ ব্রিগেড।৩৫ মিনিটে নাওরেম মহেশ সিংয়ের ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার কেভিন সিবিলে। ৩৯ মিনিটে  মিগুয়েল ফিগুইরার মাইনাস থেকে অসাধারণ প্লেসিংয়ে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল করেন বিপিন সিং। প্রথমার্ধের সংযুক্ত সময়ে সেই ব্যবধান আরও বাড়িয়ে দেন বিপিন। বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে ডান পায়ের প্লেসিংয়ে বিপক্ষের গোলকিপারকে বোকা বানিয়ে দেন তিনি। এই ৩-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ইস্টবেঙ্গল।
চতুর্থ গোলটি আসে দ্বিতীয়ার্ধের শেষলগ্নে। শেষ লগ্নে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোলটি করেন হিরোশি।  এর আগেই অবশ্য ভারতের মাটিতে প্রথম গোল পেতে পারতেন এই স্ট্রাইকার। কিন্তু তাঁর বাঁ পায়ের  দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। সুপার কাপের ডার্বিতে নামার আগে বড় জয় ইস্টবেঙ্গলকে আত্মবিশ্বাস জোগাবে। আগামী ৩১ অক্টোবর ডার্বি। মোহনবাগান ডেম্পোকে হারিয়ে দিলে, ডার্বিতে জয় পেতেই হবে লাল হলুদ ব্রিগেডকে। আইএফএ শিল্ডের প্রতিশোধ তুলে গোয়ায় কলকাতা ডার্বি জিততে পারে কিনা লাল হলুদ, এখন এদিকেই তাকিয়ে সমর্থকরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *