ইডেনে ৩৫ মিনিটের জমকালো উদ্বোধনের পরিকল্পনা, এরমধ্যেই বৃষ্টির ভ্রূকুটি

0



উদ্বোধনী ম্যাচে বিরাট শো। ইডেন ফুটছে। ঘরের মাঠে প্রস্তুতি তুঙ্গে কেকেআরেরও। তবে এরমধ্যেই অশনি সংকেত। বৃষ্টির ভ্রূকুটি। আলিপুর আবহাওয়া দফতর যা জানিয়েছে, তাতে কলকাতার ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর নয়। কারণ, বৃহস্পতিবার থেকে শনিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। তাতে যেমন ঝোড়ো হাওয়া বইবে, তেমনই বৃষ্টির আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার – তিনদিন বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়, সেইসঙ্গে বৃষ্টির সতর্কবার্তাই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।সেই সঙ্কেত পাওয়া গেছে রবিবার ও সোমবারই। দু’দিনই অনুশীলন শেষে পিচ থেকে মাঠ পুরোটাই কভারে ঢেকে রাখা হয়েছে।
শুধু তো উদ্বোধনী ম্যাচ নয়, জমকালো উদ্বোধনেরও ভাবনা চিন্তা করেছে আইপিএল কর্তৃপক্ষ। জানা গেছে, সব মিলিয়ে ম্যাচের আগে 35 মিনিটের ধামাকা শো থাকবে দর্শকদের মনোরঞ্জনের জন্য। তাতে শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ানের শো করার কথা ৷

যদিও সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘এখনও এই নিয়ে চূড়ান্ত হয়নি কারা কারা পারফর্ম করবেন’। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘ইডেনে রামনবমীর দিন খেলা করা সম্ভব নয়। কারণ, পুলিশ অনুমতি দেয়নি। সেই ম্যাচের ভবিষ্যত্ কী হতে চলেছে তা এখনও জানা যায়নি।’ এর পাশাপাশি এও জানান, বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রথম ম্যাচ খেলতে ইডেনে এলেও, তাকে নিয়ে আলাদা কোনও সংবর্ধনার ভাবনাচিন্তাও নেই।
এবারে ইডেনে টিকিটের দাম বাড়লেও, চাহিদা যে তুঙ্গে তা স্বীকার করে নিয়েছেন সিএবি সভাপতি। তবে ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে শনিবারের আবহাওয়ার দিকে। ইডেনে যে উন্নতমানের পিচ কভার করা হয়, তাতে অল্প বৃষ্টি হলে আশার আলো দেখতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। সিএবি সভাপতি জানিয়েছেন, প্রচণ্ড গরমে দুপুরে ম্যাচের সূচি তৈরি হলেও দর্শকদের জন্য অবশ্য আপত্কালীন কোনও কিছু ভাবা হচ্ছে না। একদিকে তীব্র তাপদহ অন্যদিকে কালবৈশাখীর অশনি সংকেত সব নিয়ে ধন্ধে রয়েছে ক্রিকেটপ্রেমীরা। তবে কেকেআর শিবির চনমনে। ট্রফি ধরে রাখতে এবারেও মরিয়া চন্দ্রকান্ত পণ্ডিতের দল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *