শুরুর আগেই থমকে গেল উমরান মালিকের দৌড়, সময় নষ্ট করল না কেকেআরও

0

শুরুর দৌড়ের আগেই শেষ হয়ে গেল উমরান মালিকের স্বপ্ন। আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। চোটের জন্য চলতি মরসুমের আইপিএলে খেলতে পারবেন না উমরান মালিক। ৭৫ লক্ষ টাকায় নিলামে উমরানকে দলে নিয়েছিল কেকেআর। তবে আইপিএল শুরুর দ্বারপ্রান্তে সময় নষ্ট করেনি কেকেআর শিবির। উমরানের জায়গায় কলকাতা নাইট রাইডার্স ৭৫ লক্ষের বিনিময়ে নিয়েছে চেতন সাকারিয়াকে। ২০২১ সালে ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করে নজর কাড়েন উমরান মালিক। কিন্তু, চোট ও অসুস্থতার কারণে তার কেরিয়ার থমকে যায়। ২০২৪-২৫ মরসুমে দলীপ ট্রফিতে খেলার কথা থাকলেও ডেঙ্গু ও হিপ ফ্র্যাকচারের কারণে উমরান দল থেকে ছিটকে গিয়েছিলেন। খেলা হয়নি রঞ্জিও। বর্তমানে এনসিএতে রিহ্যাব করছেন জম্মু-কাশ্মীরের এই পেসার।


গতবারের আইপিএলেও কেকেআর তাঁকে দলে নিয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলেননি সাকারিয়া। এবারের নিলামে তিনি দল পাননি। তবে আইপিএলের শুরু থেকেই কেকেআর শিবিরে দেখা গিয়েছিল সাকারিয়াকে। উমরান মালিক ছিটকে যেতেই তাঁকে নথিভুক্ত করে নেয় কেকেআর। ২৭ বছর বয়সী সাকারিয়াও অবশ্য দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। সর্বশেষ তাঁকে মাঠে দেখা গেছে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফির ম্যাচে। এরপর কবজির চোটের কারণে তিনিও কোনো টুর্নামেন্ট খেলতে পারেননি। যদিও এখন পুরোপুরি সুস্থ তিনি। এখনও পর্যন্ত চেতন সাকারিয়া তিনটি আইপিএল মরসুমে ১৯টি ম্যাচ খেলেছেন। ২০টি উইকেট তাঁর ঝুলিতে।
গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় এবার উদ্বোধনী ম্যাচেই খেলবে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে প্রথম প্রতিপক্ষ বিরাট কোহলির মতো তারকার সঙ্গে। ২২ মার্চ ইডেনে মুখোমুখি হবে কেকেআর ও আরসিবি। এবার কেকেআরের ব্যাটন অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানের হাতে। নেই গৌতম গম্ভীরও। কলকাতাতে জোরদার অনুশীলনও চলছে শাহরুখের টিমের। উমরান মালিক না থাকায় পেস বোলিংয়ে চিন্তা বাড়বে স্বাভাবিক। দলে প্রধান ভারতীয় পেসার হর্ষিত রানা। বৈভব আরোরা, সাকারিয়া দলে আছেন কিন্তু তাদের অভিজ্ঞতা কম। রয়েছেন বিদেশি নরখিয়া।এবার নাইট শিবিরে তিনিই মূল বিদেশি পেসার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *