‘পুরী জগন্নাথ মন্দিরে ‘নিষিদ্ধ’ হেমা মালিনী! পুজো দিতেই থানায় অভিযোগ দায়ের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: তিনি বলিউডের ‘ড্রিমগার্ল’! তিনিই নাকি ‘ব্রাত্য’ পুরী জগন্নাথ মন্দিরে। সম্প্রতি সেখানে পুজো দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী। তাতেই হল বিপত্তি! মন্দিরে হেমার প্রবেশ নাকি নিয়ম-বর্হিভূত। কিন্তু কেন? পুরী জগন্নাথ সেনা দল সংগঠনের দাবি, জগন্নাথ মন্দিরে অভিনেত্রীর পুজো দেওয়া ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে।

এখানেই থেমে থাকেননি তাঁরা। হেমার নামে সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করেছে সেই সংগঠন। তাঁদের অভিযোগ, এক জন মুসলিম অভিনেতাকে বিয়ে করে ধর্মান্তরিত হয়েছেন হেমা মালিনী। সেই কারণেই মন্দিরে তাঁর প্রবেশ নিষিদ্ধ।

হেমার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৯৭৯ সালে ২১ অগস্ট মুম্বইয়ে ফয়জাবাদের এক মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী। ১৯৮০ সালে অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হেমা। সেই সময় অভিনেতা বিবাহিত ছিলেন প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে। আইনি বিচ্ছেদ না করেই অভিনেত্রীর সঙ্গে দ্বিতীয় বিবাহ, হিন্দু বিবাহ আইনের বিরোধী। দ্বিতীয় বিয়ে করার উদ্দেশেই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র। অভিযোগ ওঠে, ধর্মান্তরিত হতে হয় হেমাকেও। আর সেই কারণেই অভিনেত্রীর প্রবেশ আপত্তি জানিয়েছেন জগন্নাথ সেনা দল।

সম্প্রতি দোল উদযাপনের জন্য পুরী গিয়েছিলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে উচ্ছ্বাস উজাড় করে দেন তিনি। বলেন, “জগন্নাথ পুরীতে হোলি উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি মথুরা থেকে এসেছি। আমরা মথুরায় হোলি উদযাপন করেছি এর আগে। এখন আমরা এখানে উৎসব উদযাপন করছি। আমি ওড়িশা সরকার-সহ সকল জনগনকে ধন্যবাদ জানাতে চাই।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *