ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে সুরা, স্পষ্ট বেবি বাম্প! ফের বাবা হচ্ছেন ৫৮ ছুঁইছুঁই আরবাজ?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রায় দুই দশক আগে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন আরবাজ খান। মালাইকা আরোরার কোলে এসেছিলেন আরহান খান। তবে তিনি এখন প্রাপ্তবয়স্ক। বিনোদন দুনিয়ায় এখনও পা না দিলেও পডকাস্টের মাধ্যমে বেশ জনপ্রিয়তা কুড়িয়ে নিচ্ছেন তিনি। ২০১৭ সালে মালাইকার সঙ্গে বিচ্ছেদ হয়েছে আরবাজের। কিছু বছর আগেই রূপটান শিল্পী সুরা খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিতারকা। ৫৮ ছুঁইছুঁই, এ বার দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি।
মঙ্গলবার মুম্বইয়ের এক ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে তারকা-দম্পতিকে দেখেই বলিপাড়ার অন্দরমহলে গুঞ্জন শুরু। খান পরিবারে কি আসছে নতুন সদস্য? সুরার বেবি বাম্পই দিচ্ছে তার ইঙ্গিত। স্বামী-স্ত্রী দুজনেরই পরনে সাদা পোশাক। সুরা আরাম পেয়েছেন ঢিলেঢালা পোশাকেই। আরবাজের হাত ধরে খানিক পিছনে হেঁটে চলেছেন তিনি। দূর থেকে ফটোশিকারিদের ক্যামেরাবন্দি হতেই এই খবর ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। নেটপাড়ার অনুমান, স্পষ্ট বোঝা যাচ্ছে হবু মায়ের বেবি বাম্প।
প্রায় দেড় বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আরবাজ ও সুরা। সেই সময়তেও একটি হাসপাতাল চত্বরে দম্পতিকে দেখে গুঞ্জন উঠেছিল আরবাজের বাবা হওয়ার। যদিও সেই সময় সেই গুঞ্জন হেসে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। কিন্তু এই বারের চিত্রটি কিছুটা অন্যরকম। এ দিন পাপারাজ্জিদের দেখে এদিন কিছুটা এড়িয়েই যান তাঁরা। তা হলে কি সত্যিই জেঠু হতে চলেছেন সলমন খান? কিছু সময়ের অপেক্ষা!