অভাবনীয় জয়ে পাঞ্জাবের রেকর্ড, বর্ষবরণেই হার কলকাতার
স্পোর্টস ডেস্ক: বাংলার বর্ষবরণের রাতেই কলকাতার স্বপ্নভঙ্গ। অবিশ্বাস্য বিপর্যয় ব্যাটিং লাইন আপের। অধরা থাকল অজিঙ্কা রাহানের পরপর ২ জয়। প্রথমে ব্যাট করে ১৫.৩ ওভারে মাত্র ১১১ রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। জবাবে ১৫.১ ওভারে ৯৫ রানে অলআউট কেকেআর। আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করল পাঞ্জাব কিংস। প্রীতির পাঞ্জাব ম্যাচটা জিতে নিল ১৬ রানে। আইপিএল ইতিহাসে এখন এটাই সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়। আগের রেকর্ডেও জড়িয়ে ছিল পাঞ্জাবের নাম। ২০০৯ আসরে ডারবানে ১১৬ রান করেও পাঞ্জাবকে ২৪ রানে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এদিন ৪ উইকেটে ৭২ রান থেকে ৮ উইকেটে ৭৯ রান হয়ে যায় নাইটদের।
৭ রান তুলতেই চার উইকেট হারানোয় আর ম্যাচে ফিরতে পারেনি নাইটরা। নাইটরা ৩৩ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারায়। এমওয়াইএস আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার পাঞ্জাবের ১৬ রানে জয়ের নায়ক যুজবেন্দ্র চাহাল ও মার্কো জনসেন। চাহাল ২৮ রানে নিয়েছেন ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার পেসার জনসন ৩ উইকেট নিয়েছেন ১৭ রানে। জবাবে খেলতে নেমে ৭ রানের মাথায় ওপেনারদের হারায় কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিন ৪ বলে ৫ রান ও ডি’কক ২ রানে ফিরে যান। এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী। পাওয়ারপ্লের ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ৫৫। ৬২ রানে কেকেআরের তৃতীয় উইকেটের পতন ঘটে। ১টি করে চার ও ছয় মেরে রাহানে ১৭ বলে ১৭ রান করে ফেরেন রাহানে। ২৮ বলে ৩৭ রান করে ফেরেন রঘুবংশী। এরপরই বদলে যায় খেলার চিত্র। ১৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় কলকাতা। চাহালের এক ওভারে এক চার ও দুই ছক্কায় ১৬ রান নিয়ে লড়াইয়ের আশা জাগান আন্দ্রে রাসেল। তবে তাকে বিদায় করে কলকাতার ইনিংসের ইতি টানেন জনসন। এর আগে নিয়মিত উইকেট হারিয়ে ১৬ ওভারেই গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস।
দুই ওপেনার প্রভসিমরান সিং (১৫ বলে ৩০) ও প্রিয়াংশ আরিয়া (১২ বলে ২২) ছাড়া দলটির আর কেউ যেতে পারেননি বিশের ঘরে। শ্রেয়স আইয়ার কলকাতার বিরুদ্ধে ফেরেন শূন্য হাতে। গত বছর ইডেন গার্ডেন্সে দুই দলের লড়াইয়েও হয়েছিল রেকর্ড। সেবার আইপিএলে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জিতেছিল পাঞ্জাব। কলকাতার ২৬১ রান পেরিয়ে গিয়েছিল ৮ বল বাকি থাকতে। এর প্রতিশোধ নিতে তো পারেইনি, উল্টে বিব্রতকর রেকর্ড সঙ্গী হলো কলকাতার। ম্যাচ হারের পর নাইট অধিনায়ক রাহানে বলেন, ‘এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না। তবে ১১১ রান তাড়া করে জেতা যেত। আমরা খুব খারাপ ব্যাট করেছি। শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে বোলাররা ভাল পারফর্ম করেছিল। কিন্তু আমরাই বেহিসেবী ব্যাট করি। ইউনিট হিসেবে এই হারের দায়বদ্ধতা নিতে হবে। এই মুহূর্তে আমার মাথায় অনেক কিছু চলছে। চূড়ান্ত হতাশ। মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে ছেলেদের কী বলব।’