ফেডারেশন বনাম পরিচালক তরজা, বন্ধ করে দেওয়া হল অনির্বাণের শুটিং

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ফের নতুন করে আলোচনায় ফেডারেশন বনাম পরিচালক তরজা। এর আগে শুটিং বন্ধ হওয়া নিয়ে রাহুল মুখোপাধ্যায়ের পাশাপাশি ফাঁপরে পড়তে হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায় এমনকি সম্প্রতি সুদেষ্ণা রায়কেও। এ বার একই সমস্যার সম্মুখীন অভিনেতা তথা পরিচালক অনির্বাণ ভট্টাচার্য।

বুধবার সকালে এসভিএফ প্রযোজিত ‘হুলি গান ইজম’ মিউজিক ভিডিয়োর শুটিং হওয়ার কথা ছিল। পরিচালকের আসনে ছিলেন অনির্বাণ। কিন্তু শেষ মুহূর্তে শুরু করা গেল না শুটিং। জানা গিয়েছে, ফেডারেশনের অসহযোগিতার কারণেই বন্ধ করে দিতে হল শুটিং। কিন্তু নেপথ্যে কারণ?

কিছু দিন আগের ঘটনা। ফেডারেশনের অকারণ হস্তক্ষেপের কারণে কাজ করতে না পারার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। সেই প্রেক্ষিতেই ফেডারেশনের বিরুদ্ধে আদলতে আবেদন করেছিলেন টলিপাড়ার অন্য পরিচালকেরা। সেই তালিকায় ছিল অনির্বাণের নামও। এখানেই শেষ নয়, মে মাসের শুরুতেই সর্বসমক্ষে ফেডারেশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনির্বাণ, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল রায় চৌধুরী এবং সুদেষ্ণা রায়। সেই কারণেই কি পরিচালকের কাজে কোপ পড়ল? উত্তর অধরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *