শিবসেনা-মন্ত্রীকে ‘গদ্দার’ মন্তব্য কুণালের, ভাংচুরের পর বাক্স্বাধীনতা নিয়ে প্রশ্ন জয়া বচ্চনের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সম্প্রতি কৌতুকশিল্পী কুণাল কামরার একটি মন্তব্যকে ঘিরে তোলপাড় হয়েছে সমাজমাধ্যম। তিনি তাঁর অনুষ্ঠানে শিবসেনার এক মন্ত্রীকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন শিবসেনার সদস্যরা। এই ক্ষোভের আঁচ এতটাই তীব্র যে, কুণাল যে হোটেলে অনুষ্ঠানটি করছিলেন, সেখানে ভাঙচুর চালান তাঁরা। এমনকি, এফআইআর পর্যন্ত দায়ের করা হয় কুণালের বিরুদ্ধে। বিতর্ক বাড়তেই মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন।
কুণাল কামরার ঘটনা প্রসঙ্গে বাক্স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন জয়া। একটি সংবাদমাধ্যমকে বলেন, “কিছু বলার প্রতিক্রিয়ায় যদি এমন এমন কাণ্ড ঘটানো হয়, তা হলে বাক্স্বাধীনতাটা কোথায়? কেবল প্রতিবার, হাঙ্গামা করার ক্ষেত্রেই স্বাধীনতা রয়েছে। ভাঙচুর, ধর্ষণ, খুন- এই সবের ক্ষেত্রে কিছু নেই।”
কুণালের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে শিবসেনার। অবিলম্বে ক্ষমা চাইতে হবে কৌতুকশিল্পীকে। এমনটাই দাবি তাঁদের। না হলে কৌতুকশিল্পী কুণাল বড় আইনি জটিলতায় পড়তে পারেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হোটেলে ভাঙচুর ও তাঁর দিকে ধেয়ে আসা কটাক্ষের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন কুণালও। সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ভারতের সংবিধান হাতে কুণাল। ক্যাপশনে লেখা, ‘সামনে শুধু এই একটাই পথ’