‘বিপ্‌ বিপ্‌ অব বলিউড’, শাহরুখ-অজয়কে এক ফ্রেমে এনে কাজলের হাসি, ভাইরাল ভিডিও

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের দুই মেরুর দুই নক্ষত্রকে একই ছাদের নিচে আনা মোটেই সহজ কথা নয়। কিন্তু সেই অসাধ্য সাধন করে দেখালেন একজনই— কাজোল! দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুরাগীরা দেখলেন এক বিরল দৃশ্য, যা সচরাচর দেখা যায় না। শাহরুখ খান আর অজয় দেবগন, একসঙ্গে এক ফ্রেমে!

আর এই অভাবনীয় ঘটনা ঘটল আরিয়ান খানের প্রথম পরিচালনা, ‘দ্য বা**র্ডস অফ বলিউড’-এর প্রিমিয়ারে। সেই ঝলমলে অনুষ্ঠানে কাজল একটি মজার ভিডিও শেয়ার করেছেন সমাজমাধ্যমে। সেখানে একপাশে অজয়, অন্যপাশে শাহরুখ। একগাল হেসে বললেন, “দ্য বিপ বিপস অফ বলিউড!” এই কথা শুনে দু’জনের মুখেও হাসি আর থামে না! দর্শকদের কাছে এ যেন অপ্রত্যাশিত উপহার। দীর্ঘদিন পর কাজল-শাহরুখের ফ্রেমে এ বার যুক্ত হলেন অজয়ও।

এই হাসির মেজাজেই কাজল আবার মজা করে শাহরুখকে জিজ্ঞেস করলেন, “সব কিছুই কি বিপ্‌ বিপ্‌?” শাহরুখের ঝটপট উত্তর, “সব কিছুই বিপ্‌ বিপ্‌… শো-র বেশির ভাগটাই বিপ্‌ বিপ্‌।” পাশে দাঁড়িয়ে অজয়ের মুখে চাপা হাসি। ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পৌঁছতেই শুরু হল উচ্ছ্বাস। কেউ লিখলেন, “রাজা অবশেষে তাঁর রানির সঙ্গে”, আবার কেউ বললেন, “দুই কিংবদন্তির পুনর্মিলন!” 

তবে এ ধরনের মুহূর্তেই পুরনো গুঞ্জনের প্রসঙ্গও আবার সামনে আসে। বহু দিন ধরেই শোনা যাচ্ছিল, অজয় দেবগন আর শাহরুখ খানের মধ্যে নাকি অস্বস্তি বা প্রতিযোগিতা রয়েছে। কিন্তু কাজল নিজেই আগেই স্পষ্ট করেছেন, এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, অজয় আর শাহরুখ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু নন ঠিকই, তবে পারস্পরিক শ্রদ্ধা সব সময় বজায় রয়েছে। কোনও ঈর্ষা বা প্রতিদ্বন্দ্বিতা নেই। দু’জনেই পেশাদার মানুষ, যাঁরা নিজেদের কাজকে গুরুত্ব দেন এবং ব্যক্তিগত পরিসরে নিজস্ব সীমারেখা মেনে চলেন।

প্রিমিয়ারে কাজলকে দেখা গেল আরিয়ান, গৌরী, শাহরুখের সঙ্গে সেলফি তুলতে, অজয়ের সঙ্গে লাল গালিচায় জ্বলজ্বলে পোজ দিতে। আরিয়ানকে উদ্দেশ করে ইনস্টাগ্রামে লিখলেন, ‘অভিনন্দন আরিয়ান… নিশ্চিত যে এর থেকেও বেশি অসাধারণ হবে তোমার শো!’

এই ভিডিওটি দেখতে দেখতে অনুরাগীরা যেন ভালবাসায় ভরে উঠলেন। কেউ লিখলেন, ‘পেয়ার দোস্তি হ্যায়!’ তো কেউ লিখলেন, ‘কিং ইজ ফাইনালি উইথ হিজ কুইন!’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *