‘যার গল্পের তুই ভিলেন…’ যিশুর জন্মদিনে পাশে থাকার বার্তা দিদি রাই সেনগুপ্তের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ক্যালেন্ডার বলছে, ১৫ মার্চ, শনিবার ছিল তাঁর জন্মদিন। বিগত বেশ কিছুটা সময় ধরেই আলোচনায় রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। জন্মদিনে, ভাইয়ের পাশে থাকার বার্তা দিলেন দিদি রাই সেনগুপ্ত। লিখলেন এক খোলা চিঠি।

সবসময় জানবে, কোনও শর্ত ছাড়াই আমি তোমার পাশে থাকব। আমরা ভাইবোন, তাই ঝগড়া হবে, আবার এটাও জানি যে, আমাদের সম্পর্ক ভেঙে দেবে এমন কেউ জন্ম নেয়নি। যে যাই বলুক, যার গল্পেই তুই ভিলেন হতে পারিস কিংবা হিরো… তুই একটুও বদলাবি না। তোর মতো মানুষ হতে গেলে অনেক পরিশ্রম লাগে। অনেক কষ্ট পেতে হয়। অনেক কাঁটা ভরা রাস্তা দিয়ে, ঝর ঝাপ্টা দিয়ে যেতে হয়।’

তিনি আরও লেখেন, ‘তুই কাঁটার মুকুট আগেও পরেছিস, আবারও পরলি। কিন্তু ছাই থেকে উঠে দাঁড়ানোর শিক্ষাটা আমাদের অভিভাবকদের থেকে পাওয়া। যীশুর দিদির পরিচয় পরিচিতি পেয়ে আমি গর্বিত। তুই আমার সন্তান, সারা জীবন আগলে রাখব। জন্মদিনের অনেক শুভেচ্ছা। উজ্জ্বল তারার থেকেও বেশি উজ্জ্বল হয়ে ওঠ। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *