ঘুম থেকে উঠেই দুরন্ত আর্চার, খেই হারাল পঞ্জাব, জিতল রাজস্থান

0

যখন রাজস্থান ব্যাট করে রান তুলছে, তখন ড্রেসিংরুমে ঘুমিয়েই পড়েছিলেন জোফ্রা আর্চার। যেন নিশ্চিন্তের গভীর ঘুম। সমাজমাধ্যমে নিমেষে ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও। ব্যাট হাতে নামতে হয়নি। জয়সওয়াল, স্যামসন, পরাগরাই ৪ উইকেট হারিয়ে তুলে ফেলেছিলেন ৪ উইকেট হারিয়ে ২০৫ রান। ঘুম থেকে উঠে রুদ্ধশ্বাস স্পেল করলেন জোফ্রা আর্চার। শেষ পর্যন্ত আর্চারে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। তাতেই ১৫৫ রানে গুটিয়ে যায় প্রীতির পঞ্জাব। রাজস্থান ম্যাচ জেতে ৫০ রানে। রাজস্থান চতুর্থ ম্যাচে পেল দ্বিতীয় জয়। চলতি আইপিএলে প্রথমবার পরাস্ত হল পঞ্জাব কিংস। এবারের আইপিএলে এদিনই প্রথম অধিনায়কত্ব করলেন সঞ্জু স্যামসন। এই প্রথম মুল্লানপুরে কোনও দল ২০০ রানের মাইলফলক ছুঁল। 

যশস্বী জয়সওয়ালের ৬৭, সঞ্জু স্যামসনের ৩৮ এবং রিয়ান পরাগের অপরাজিত ৪৩ রান রাজস্থানকে পৌঁছে দেয় ২০৫ রানে। ওপেনিং জুটিতে ১০.২ ওভারে রাজস্থান তোলে ৮৯ রান । শেষ ৫৮ বলে ১১৬ রান যোগ করে রাজস্থান। মুল্লানপুরে রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পঞ্জাব কিংস। রান তাড়ায় প্রথম বলেই প্রিয়াংশ আর্যকে হারায় পাঞ্জাব। ইংলিশ ফাস্ট বোলার জফরা আর্চার বোল্ড করে দেন তাঁকে। অধিনায়ক শ্রেয়স আইয়ার আগ্রাসীভাবে শুরু করলেও ৫ বলের বেশি টিকতে পারেননি। করেন ১০ রান। তাঁকেও বোল্ড করেন আর্চার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে যেন পঞ্জাব।  ১১ রানে দ্বিতীয় ও ২৬ রানে তৃতীয় উইকেট হারায়। 
১৩১ রানে পঞ্চম উইকেট হারায় পাঞ্জাব কিংস। তিনটি চার ও ১টি ছয়ের সাহায্যে ম্যাক্সওয়েল করেন ২১ বলে ৩০। শেষ পাঁচ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল ৭৫ রান। তা আর ওঠেনি। পঞ্জাব ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করেন নেহাল ওয়াধেরা। ২৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া আর্চারই রাজস্থানের সেরা বোলার। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা ও মহীশ থিকশানা। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *