কামিংসের অসাধারণ গোলেও বাগানের হার, জামশেদপুরের জাভিই জেতালেন ম্যাচ

অতিরিক্ত সময়েই ইস্পাতনগরীতে গ্রাস করল হতাশা। কাপ জয়ের মিশনে আইএসএল সেমিফাইনালের প্রথম লেগেই ধাক্কা খেল লিগশিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট। জাভি হার্নান্দেজের গোলে জামশেদপুরের বিরুদ্ধে ড্র হওয়া ম্যাচ হারতে হল মোহনবাগানকে। বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হেরে গেল হোসে মলিনার দল। ম্যাচের ফল ২-১। এই ম্যাচে ৯০ মিনিট ধরে অনেক বেশি তরতাজা দেখিয়েছে খালিদ জামিলের দলকে। প্রথম দিকে ঝিমিয়ে থাকলেও কামিংসের গোলে সমতা ফেরানোর পর খেলায় ফিরেছিল বাগান। যদিও শেষরক্ষা হল না। জামশেদপুর এফসি-র হয়ে গোল করেন ইস্টবেঙ্গলের প্রাক্তন স্প্যানিশ স্ট্রাইকার জেভিয়ের সিভেরিও এবং এটিকে ও এটিকে মোহনবাগানের হয়ে খেলে যাওয়া স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে একমাত্র গোল করেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিংস।
এদিন পাঁচটি পরিবর্তন করে দল নামান মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা। দলের দুই আহত সদস্য আপুইয়া ও মনবীর সিং এ দিনের স্কোয়াডেই ছিলেন না। আক্রমণে জেমি ম্যাকলারেনের জায়গায় নামেন জেসন কামিংস। দিমিত্রিয়স পেট্রাটসও ছিলেন রিজার্ভ বেঞ্চে। ম্যাচের ২১ মিনিটের মাথায় ফের স্টিফেন এজের হেড থেকে বল জালে জড়িয়ে দেন দ্বিতীয় পোস্টে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সিভেরিও। কোনও ডিফেন্ডারই গার্ড করেনি তাঁকে। বিশাল এগিয়ে এসেও বল ধরতে পারেননি। গোল খেয়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছিলেন লিস্টনরা। অপেক্ষার অবসান হয় ৩৭ মিনিটে। আশুতোষ মেহতার থেকে বল ছিনিয়ে গোলের দিকে দৌড়াচ্ছিলেন কামিংস। পিছন থেকে টেনে ধরায় রেফারি ফাউল দেন। বক্সের কিছুটা বাইরে থেকে কামিংসের দুর্দান্ত ফ্রি কিক। জামশেদপুর কিপার অ্যালবিনো গোমসের কিছু করার ছিল না। এরপর যখন মনে হচ্ছিল ম্যাচ ড্র’ই হতে চলেছে, তখন শেষ মুহূর্তে ফল বদলে দেন জাভি। বাঁদিক থেকে উঠে আসা ঋত্বিক দাসের পাস থেকে গোলার মতো শটে বল জালে জড়িয়ে দেন জাভি। বিশাল কাইথের কিছু করার ছিল না। আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত জিততে পারলেন না শুভাশিস বসুরা। এই ম্যাচ হেরে গেলেও, এখনও ফাইনালে ওঠার লড়াইয়ে আছে সবুজ মেরুন ব্রিগেড। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমিফাইনালের দ্বিতীয় লেগে জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন লিস্টন কোলাসো, আশিস রাইরা। ফাইনালে উঠতে গেলে আগামী সোমবার ঘরের মাঠে দ্বিতীয় লেগে অন্তত দু’গোলের ব্যবধানে জিততে হবে মোহনবাগানকে। একেই তো ঘরের মাঠে সমর্থকদের পাবে মোহনবাগান, তারওপর চতুর্থ হলুদ কার্ড দেখায় সেই ম্যাচে জামশেদপুরের হয়ে খেলতে পারবেন না প্রথম দলের দুই নির্ভরযোগ্য সদস্য স্টিফেন এজে ও আশুতোষ মেহতা। এ ছাড়া গত ম্যাচে লাল কার্ড দেখায় এমনিতেই মাঠের বাইরে রয়েছেন মোবাশির রহমান। ফলে সেরা এগারো নামানো কঠিন হবে খালিদের পক্ষে।