‘প্রতিটা জন্মে তোমাকেই ভালবাসব’, শেফালিকে খোলাচিঠি স্বামী পরাগের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: স্ত্রীর নিথর দেহের পাশে বসেছিলেন চুপচাপ। অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন অভিব্যক্তিহীন সেই চিরচেনা মুখটার দিকে। শেষ বারের জন্য কপালে এঁকে দিয়েছিলেন ভালবাসার চুম্বন। শেফালি জরিওয়ালা চলে গিয়েছেন এক সপ্তাহ হল। এখনও প্রিয় মানুষটিকে হারানোর ক্ষত দগদগে স্বামী পরাগ ত্যাগীর কাছে। এ বার প্রয়াত স্ত্রীকে খোলাচিঠিতে লিখলেন, ‘তোমাকে প্রতিটা জন্মে ভাল বাসব।’

শেফালির সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরেছেন পরাগ। লিখেছেন, ‘পরী, প্রত্যেক বার যখন জন্ম নেবে, আমি তোমাকে খুঁজে বের করবই। প্রতিটা জন্মে শুধু তোমাকেই ভালবাসব আমি। চিরকাল আমি তোমাকেই ভালবাসি, আমার গুন্ডি, আমার ছোকরি।’

গত ২৭ জুন মারা যান শেফালি। মুম্বইয়ে নিজের ফ্ল্যাটেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তার পর থেকে প্রায় আট দিন পেরিয়ে গিয়েছে। এখনও শোকে ভারাক্রান্ত অভিনেত্রীর গোটা পরিবার। এমনকি শোকস্তব্ধ পরাগও। শেফালির মৃত্যুর পর কার্যত একাই সব কিছু সামলেছিলেন তিনি। বহন করেছিলেন স্ত্রীর মরদেহও। এ বার সোশ্যাল মিডিয়ায় উজাড় করলেন ভালবাসা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *