ধর্ষণ মামলায় আবারও ফাঁপরে পূজা বেদী! নির্যাতিতার নাম প্রকাশ করে বিপদ ডাকলেন নিজেই
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তর্ক-বিতর্ক মিলিয়ে বরাবরই চর্চায় থাকেন তিনি। বলিউডের অন্যতম বিতর্কিত নাম, ‘পূজা বেদী’। ছয় বছর আগের ঘটনা। অভিনেতা ও সঞ্চালক করণ ওবেরয়ের বিরুদ্ধে দায়ের হয়েছিল ধর্ষণের মামলা। সেখানেও নাম জড়িয়েছিল পূজার। এত বছর পেরিয়ে গেলেও সেই মামলা থেকে নিষ্কৃতি পেলেন না অভিনেত্রী। কিন্তু কেন?
ধর্ষণ মামলায় যখন পূজার নাম জড়ায়, নিজেকে নির্দোষ প্রমাণ করতে বাড়িতে সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি। সেখানেই নির্যাতিতার নাম প্রকাশ করে বসেন পূজা। ভারতীয় ন্য়ায়সংহিতা অনুযায়ী তা দণ্ডনীয় অপরাধ। তবে শুধু পূজাই নন, এর সঙ্গে যুক্ত ছিলেন আরও ৭ জন। তাঁরা হলেন অন্বেষী জৈন, চৈতন্য ভোঁসলে, ভারকে পটানি, গুরবাণী ওবেরয়, শেরিন ভার্গেস, সুধাংশু পাণ্ড্য এবং দীনেশ তিওয়ারি। তাঁদের বিরুদ্ধে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছিলেন অভিযোগকারিণী।
যথেষ্ট তথ্যপ্রমাণের কারণে মামলা খারিজ করতে চায় না আদালত। ফলে এই মামলা থেকে এখনই রেহাই পাচ্ছেন না পূজা-সহ আট জন। সোমবার দায়রা আদালত সেই মামলা বহাল রাখার নির্দেশ দিয়েছে।
২০১৯ সালে করণ ওবেরয়ের বিরুদ্ধে দায়ের হয়েছিল ধর্ষণের মামলা। সেখানে পূজা বেদীর নাম জড়ানোর কারণে নিজেকে নির্দোষ প্রমাণ করতে বাড়িতে সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি। সেখানেই নির্যাতিতার নাম প্রকাশ করেন তিনি এবং অন্য সাত অভিযুক্ত। যার কারণে ব্যক্তি স্বাধীনতায় আঘাত লাগে নির্যাতিতার। অভিযোগ, তাঁর মানহানি তো হয়েছেই, ক্ষতি হয়েছে কর্মক্ষেত্রেও।