পন্থ বনাম ভেঙ্কটেশ, ২ দামি ক্রিকেটারের লড়াই দেখার অপেক্ষায় ইডেন

0



একজনের দাম ২৭ কোটি। আর একজনের দাম প্রায় ২৪ কোটি (২৩.৭৫ কোটি)।  দুই সেরার লড়াইয়ের অপেক্ষার প্রহর গুনছে মঙ্গলের ইডেন। একদিকে লখনউ সুপার জায়ান্টসের ঋষভ পন্থ, যিনি নিজের ফর্ম খুঁজে বেড়াচ্ছেন। অন্যদিকে, কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার, যিনি গত ম্যাচেই বিশাল রান করার পর ফর্ম ধরে রাখতে চাইছেন। লড়াইটা আবার দুই বঙ্গ ক্রিকেটারেরও। লখনউয়ের হয়ে মাঠে নামতে পারেন শাহবাজ আহমেদ ও আকাশ দীপ। লখনউ দলের যিনি মালিক, তিনি আবার মালিক মোহনবাগানেরও। তাই সবুজ মেরুন জার্সিতে পন্থদের খেলতে দেখা যাবে কিনা তারও অপেক্ষায় সমর্থকরা। সব নিয়ে দু’দলই প্রস্তুত। তাদের লড়াই দেখতেও প্রস্তুত ক্রিকেট নন্দনকাননের সমর্থকরা। শেষ ম্যাচে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেয়েছে লখনউ দল। কেকেআরের বিরুদ্ধেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই নামছে লখনউ। কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়েছে।

জিতেছে ৮০ রানে। ফলে, তেতে আছে কেকেআরও। ইডেনে জয়ের ধারাবাহিকতা রাখতে মরিয়া। আইপিএলে পাঁচ দ্বৈরথে লখনউ সুপার জায়ান্টস জিতেছে ৩ ম্যাচে। দুটিতে কেকেআর। মঙ্গলবার বেলা সাড়ে তিনটা থেকে ম্যাচ। শুধু ম্যাচের পারদই নয়, চৈত্রের শেষে কলকাতাতেও এখন গরমও বেড়েছে। কালবৈশাখীর আশঙ্কা থাকলেও, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে লখনউ বনাম কলকাতার মেগা ম্যাচে বৃষ্টি প্রভাব ফেলবে না তেমন বলেই অনুমান। ম্যাচের আগে নারিনের ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগের কোনও বিষয় নেই বলেই জানিয়ে দিলেন কেকেআরের সহকারী কোচ ওটিস গিবসন। তিনি বলেন, উদ্বেগের কোনও বিষয় নেই। আমরা গত মরসুমে দেখেছি নারিন কেমন পারফরম্যান্স করছিলেন। চলতি মরসুমে সবে মাত্র কয়েকটি ম্যাচ হয়েছে এখনও অনেক ম্যাচ বাকি আছে ফলে নারিন খুব দ্রুতই ছন্দে ফিরবেন।

ভেঙ্কটেশ আইয়ার বলেন, ‘সত্যি কথা বলতে কী, এই চাপের ব্যাপার আমি অস্বীকার করছি না। আমি বাস্তবের বা মাটিতে পা দিয়ে চলা ব্যক্তি। আমি জানি আমাকে নিয়ে চর্চা চলছে। তবে আমি ২৩ কোটি পাই বা ২০ লাখ দলকে জেতানোই আমার লক্ষ্য থাকে’। লখনউ দলে আছেন শাহবাজ আহমেদ, আকাশদীপের মতোন ক্রিকেটার, যাদের কাছে ইডেন আবার ঘরের মাঠ। বাংলার হয়ে খেলায় খুব ভালোভাবেই ইডেনের পিচ ও উইকেটের সঙ্গে অভ্যস্ত শাহবাজ-আকাশরা। এই ম্যাচের আগে একেবারেই ছন্দে নেই লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক ঋষভ পন্থ। যদিও অধিনায়কের ওপর আস্থা রাখছেন শাহবাজ। তাঁর কথায়, আমাদের গোটা দলের বিশ্বাস আছে যে যখনই গুরুত্বপূর্ণ সময় আসবে তখনই রান করবে। টাকার মূল্য ওঠে কিনা তা দেখার অপেক্ষায় ইডেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *