যে মহিলা বাজার থেকে পালাল, তাঁকে নাকি ধরা-ই হয়নি, সে কে ? কঠোর শাস্তি চাইলেন স্বস্তিকা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘চেংড়ামো হচ্ছে নাকি? সবার জন্য নিয়ম একটাই। কঠোর শাস্তি।’
মত্ত অবস্থায় পরিচালকের বেপরোয়া গাড়ির গতিতে প্রাণ হারান এক পথচারী। ঠাকুরপুকুরের কাছে গাড়ি দুর্ঘটনায় কঠোর শাস্তি দাবি করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত, এই দাবিতেই স্বস্তিকা সমাজমাধ্যমে চাঁচাছোলা ভাষায় হাজতবাসের কথাই উল্লেখ করেন।
তিনি লেখেন, ‘এত মারাত্মক একটা ঘটনাতে সবাই কি করে বেল পেয়ে গেল ? যে মহিলা বাজার থেকে পালাল তাকে নাকি ধরা-ই হয়নি। সে কে ? তাকে ছেড়ে দেওয়া হল কেন ? একটা নো এন্ট্রি রাস্তায় ঢুকে একজন কে মেরে ফেললো, বাকি এতজন হসপিটালে। এত রকম খবর ঘুরছে যে সঠিক কজন বোঝা দায়। কিন্তু একজন এর মৃত্যু টা কি ইয়ার্কি? এমনই নৈরাজ্য তার মধ্যে মদ খেয়ে এই ভাবে এলোপাথারি গাড়ি চালিয়ে লোক কে মেরে ফেললেও যদি কোনও শাস্তি না হয় এবং রাতারাতি বেল পেয়ে তারা যে যার বাড়ি চলে গিয়ে শান্তি তে ঘুমিয়ে পড়ে তাহলে আর আইন বা ট্রাফিক আইনের কোনও দরকার নেই’।
উল্লেখ্য, রবিবারের এই মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে জড়িত ধারাবাহিকের পরিচালক সিদ্ধান্ত দাস, কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। সিদ্ধান্ত টেলিপাড়ায় ভিক্টো নামে পরিচিত। গ্রেফতার করা হয়েছে তাঁকে। জামিনে মুক্ত হন শ্রিয়া। সেই গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋ। কিন্তু দুর্ঘটনার পর তাঁকে আর দেখা যায়নি। পরিচালক ভিক্টোর এই নিন্দনীয় আচরণে ক্ষোভে উত্তাল সমাজমাধ্যম। ছোট পর্দার একাধিক অভিনেতা, পরিচালকেরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। তালিকায় যোগ হলেন স্বস্তিকাও। তিনি আরও লেখেন, ‘গাড়ি যে চালাচ্ছিল এবং গাড়ি তে যে দুজন মহিলা ছিল তারা সমান দোষী। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। পাড়ার মধ্যে একদিন হেলমেট ছাড়া স্কুটিতে ওষুধ কিনতে গেছিলাম, পুলিশ আটকে দিয়েছিল। হাজার একটা কৈফিয়ত চাইল। মানুষ মেরে ফেলেছে যারা তাদের ব্যাপারে চুপ থাকলে তো হবেনা। লোক বুঝে নিয়ম পাল্টালেও হবেনা।’ প্রসঙ্গত, শনিবার রাতে একটি পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক সিদ্ধান্ত, বেসরকারি চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেনগুপ্ত, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। তাঁরা প্রত্যেকে সান বাংলার নতুন ধারাবাহিক ‘ভিডিও বৌদি’-এর সঙ্গে যুক্ত।