‘আমাদের গাড়িকেও ধাক্কা দেওয়া হয়েছে’, ‘ড্রিং এন্ড ড্রাইভ’-এর শিকার যশ-নুসরতও?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একটা পার্টি, একটা খুন, গত কয়েকদিন ধরে সমাজমাধ্যম উত্তাল ঠাকুরপুকুরের ঘটনাকে কেন্দ্র করে। গত রবিবার সকালে ঠাকুরপুকুর এলাকার ব্যস্ত বাজারে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হন ছ’জন। হাসপাতালে মৃত্যু হয় একজনের। মত্ত অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন টলিপাড়ার ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। একই গাড়িতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ) এবং সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। এই ঘটনার পর থেকেই ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেই উঠছে নিন্দার রব। ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কিঞ্জল নন্দ, সুদীপ্তা চক্রবর্তী-সহ একাধিক তারকাই। এ বার প্রতিবাদের সুর চড়ালেন যশ দাশগুপ্ত এবং নুসরৎ জাহানও। শুধু তাই নয়, তাঁরা জানান, ‘ড্রিং এন্ড ড্রাইভ’-এর শিকার হতে হয়েছে তাঁদেরও।

বুধবার মুক্তি পেয়েছে তারকা-জুটির আগামী ছবি ‘আড়ি’র ট্রেলার। সেই অনুষ্ঠানেই আডিশনের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন যশ এবং নুসরৎ। পূর্ব অভিজ্ঞতার কথা তুলে অভিনেতা বলেন, “আমাদেরও এমন অভিজ্ঞতা হয়েছে এর আগে। কোনও জায়গায় পার্টি করতে গিয়েছি। আমাদের গাড়ি পার্কিংয়ে ঠিকভাবেই রাখা হয়েছে। দাঁড়ানো গাড়িকে ধাক্কা দিয়ে গাড়ি চালিয়ে চলে গিয়েছে মানুষ। আমাদের গাড়ির ক্ষতি হয়েছে স্বাভাবিকভাবেই। কিন্তু বিষয়টা হল, গাড়ির তো ইন্সুয়রেন্স হয়। ক্ষতি হলে সারিয়ে নেওয়া যাবে। কিন্তু মানুষের জীবনের কী হবে? তা চলে গেলে তো ফিরে পাওয়া যাবে না। সবার একটু দায়িত্বশীল হওয়া উচিত। কিছুক্ষণের আনন্দের জন্য কারও জীবন নিয়ে খেলাটা ঠিক নয়।”

সেইসঙ্গে নুসরৎ যোগ করেন, “নিজের জীবন নিয়েও খেলা উচিত না। নিজের পাশাপাশি বাকিদের পরিবারের কথাও মাথায় রাখা উচিত। দয়া করে মদ্যপান করে গাড়ি চালাবেন না। আনন্দ করুন কিন্তু দায়িত্ববান নাগরিকের মতো।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *