‘কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি, আরও ৪-৫ বছর…’ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী বললেন দেব?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে এর আগে বহুবারই মুখ খুলেছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব। কেন এই প্ল্যান বাস্তবায়িত করা হল না? সেই নিয়েও একাধিক কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। অবশেষে এই ইস্যু নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ।
এ দিন সমাজমাধ্যমে একটি পোস্ট করেন দেব। সেখানে কেন্দ্রকে কার্যত দুষেই অভিনেতা লেখেন, ‘বিগত দশ বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সপক্ষে সওয়াল করে এসেছি । অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। ২০২৪ সালে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেয় এবং এক তৃতীয়াংশ বাজেট (৫০০কোটি) বরাদ্দ করে।’

এখন প্রশ্ন হল, আর কতদিন লাগবে এই প্রজেক্ট বাস্তবায়িত হতে? দেব লেখেন, “ফেব্রুয়ারি ২০২৫ থেকে কাজ শুরু হয়। এই মাস্টার প্ল্যানের। ৭৮ কিলোমিটার + ৫২ কিলোমিটার নদীর ড্রেজিং থেকে শুরু করে বাঁধ,ব্রিজ ,খাল কাটা,খালের সংস্করণ,কৃত্রিম নদী তৈরি করা,জমি অধিগ্রহণ সবই আছে। যার সময়সীমা কমপক্ষে ৪-৫ বছর।”