আইপিএলে দুই ‘কিং’ মাতিয়ে দিলেন ইডেন, কেমন হল উদ্বোধন? কী কী হল? দেখে নিন ছবিতে

0

স্পোর্টস ডেস্ক: ১৮ বছর। সাবালক হল আইপিএল। বর্ণময় অনুষ্ঠান কলকাতার ইডেন গার্ডেন্সে। বাদশার সঙ্গে বিরাটের নাচ, মনমাতানো গান শ্রেয়া ঘোষালের, রিঙ্কুর লুটপুট গ্যায়া, দিশা পাটানির কোমর দোলানো, রজার বিনির কেক কাটা। সব নিয়ে জমজমাট ক্রিকেটের নন্দনকানন। ছবিতে দেখে নিন সেরা মুহূর্তগুলো-

এবার ১৮তম আইপিএল। ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের নাম লেখা আইপিএল ট্রফি
কেমন আছো কলকাতা? বাংলা বলে বাঙালির মন জয় করে নিলেন কেকেআর কর্ণধার ও বলিউড বাদশা শাহরুখ খান
‘আমি যে তোমার’ এই গান দিয়ে শুরু, শেষে বন্দেমাতরম গানে শেষ। ১০ মিনিট মাতিয়ে দিলেন বলিউডের বাঙালি শিল্পী শ্রেয়া ঘোষাল
বলিউডের তারকা দিশা পাটানি। বসন্তের ইডেনে উন্মাদনা ছড়িয়ে দিলেন কোমর দুলিয়েই
মাঝে পপ গানে মাতিয়ে দিলেন করণ আউজলা
বিরাটকে মাঠে ডাকতেই হইচই। গর্জনে কিছু শোনাই দায়। শেষে শাহরুখের অনুরোধেই শান্ত হল গ্যালারি
বিরাট বিশেষ বিশেষণে ভরিয়ে বুকে টেনে নিলেন শাহরুখ খান
‘লুটপুট গ্যায়া’ নাচেতে শাহরুখের সঙ্গে পা মেলালেন কেকেআরের ফিনিশার রিঙ্কু সিং
নাচে বাদ গেলেন না বিরাট কোহলিও। ঝুমে জো পাঠান-এ শাহরুখের অনুরোধে নাচতেই হল বিরাট কোহলিকে
আইপিএল সাবালক। তাই কেক কাটাও চলল। বিসিসিআই কর্তাদের উপস্থিতিতে কেক কাটলেন বোর্ড সভাপতি রজার বিনি
মঞ্চে বিসিসিআই সভাপতি রজার বিনির সঙ্গে হাজির বিরাট কোহলি। উন্মোচন হল বিশেষ স্মারকের
ট্রফি নিয়ে বিশেষ গাড়িতেই মাঠে ঢুকেছিলেন কেকেআর ও আরসিবির দুই অধিনায়ক

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *