হাসপাতালের বিছানায় শুয়ে রণদীপ, শীর্ণ চেহারা, ক্লান্ত চাহনি! কী হল অভিনেতার?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রণদীপ হুডা। শীর্ণ হয়ে গিয়েছে চেহারা। ক্লান্ত দুই চোখের চাহনি। হঠাৎ কী হল অভিনেতার? ছবি দেখে উদ্বিগ্ন অনুরাগীরাও।
গত বছরই মুক্তি পেয়েছিল অভিনেতার ‘স্বতন্ত্র বীর সাভারকার’। বক্সঅফিসে আশানরূপ ফল করতে না পারলেও দর্শকমহলে যথেষ্ট সাড়া ফেলেছিল এই ছবি। বিশেষ করে প্রশংসিত হয়েছিল রণদীপের পরিশ্রম। ছবি এবং চরিত্রের স্বার্থে প্রায় ২৬ থেকে ৩০ কেজি ওজন কমাতে হয়েছিল তাঁকে। গোটা সমাজমাধ্যম যেন নাড়িয়ে দিয়েছিল তাঁর এমন পরিবর্তন। ২২ মার্চ উল্লিখিত ছবিটি এক বছর পূর্ণ করল। সেই কারণেই এই বিশেষ দিনে আবারও অভিনেতা ফিরে গেলেন ছবির শুটিংয়ের পুরনো সেই দিনগুলোতে।
সেই উপলক্ষেই একাধিক পোস্ট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন রণদীপ। হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটিও সেই সময়ের। সেই সঙ্গে অভিনেতা লেখেন, ‘তিন বছর আগে, ‘স্বতন্ত্র বীর সাভারকার’ ছবির সফর শুরু করেছিলাম। এই দিনেই গত বছর ছবিটি মুক্তি পেয়েছিল। ছবির সহ-চিত্রনাট্যকার হিসেবে কাজ করা থেকে শুরু করে পরিচালনা ও প্রযোজনা ও অভিনয় করার নেপথ্যে অনেকটা ভালবাসা, আত্মত্যাগ ও আবেগ ছিল।’
তবে এমনভাবে ওজন ঝরানোর প্রক্রিয়া মোটেই সহজ ছিল না। রণদীপ লেখেন, ‘হাঁটু ভাঙা অবস্থায় শুটিংয়ের শারীরিক যন্ত্রণা, মানসিক উত্থান-পতন, এবং ওজন কমানোর কঠিন যাত্রা- সবটাই অভিজ্ঞতা হয়ে থাকবে। তবুও এটিকে আরও বিশেষ করে তুলেছে আমার বন্ধুবান্ধব, অভিনেতা এবং কলাকুশলীদের কাছ থেকে পাওয়া অপরিসীম ভালোবাসা এবং সমর্থন। এই ছবিটা শুধুমাত্র একটা প্রকল্প ছিল না। এটা আমার জীবন বদলে দিয়েছিল।’