বন্দুকহাতে শ্রাবন্তী, নববর্ষে নায়িকার ঘরে ডাকাত!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: নতুন বছরে সমাজমাধ্যম জুড়ে হইচই! ‘মাঝরাতে ঘরে ডাকাত পড়েছে!’ কিন্তু কার? এ দিকে নববর্ষের মিষ্টি কিংবা নতুন ছবির চিত্রনাট্য নয়, বন্দুকহাতে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর ঘরেই কি ডাকাত এল? নাকি নতুন বছরে তিনি নিজেই এলেন অনুরাগীদের মন ডাকাতি করতে?
কিছুই কিন্তু গুজব নয়। তবে সবটাই ঘটেছে পর্দার ও পারে। শীঘ্রই মুক্তি পেতে চলেছে যশ দাশগুপ্ত, নুসরত জাহান এবং মৌসুমী চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘আড়ি’। আর সেখানেই একটি আইটেম সং-এ দেখা মিলবে শ্রাবন্তীর। মঙ্গলবার, প্রকাশ্যে এল তারই ঝলক। গানের নাম, ‘ডাকাত পড়েছে’। একেবারে অন্য লুকে অভিনেত্রীকে দেখে যেন চোখ ফেরানো দায়। ক্যাপশনে লেখা, ‘তাঁর মন চুরি করা অনেক দেখেছেন। এ বার এই নববর্ষে সে আসছে সবার মনে ডাকাতি করতে। তৈরি তো?’ স্বাভাবিকভাবেই গান মুক্তির জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
তবে শুধু ‘আড়ি’ই নয়। নতুন বছরে শ্রাবন্তীর ঝুলিতে আরও ছবি। আগামী মে মাসেই মুক্তি পাচ্ছে কিংবদন্তি রাখি গুলজারের সঙ্গে শ্রাবন্তীর নতুন ছবি ‘আমার বস’। পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। ইতিমধ্যেই প্রকাশ্যে একাধিক গান এবং ছবির ঝলক।