যেন দ্বিতীয় আরমান-অমাল! ‘দিদির সঙ্গে সম্পর্ক রাখতে চাই না’, সোনুকে পাল্টা কী বললেন নেহা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: কিছু আগেরই ঘটনা, সমাজমাধ্যমে পোস্ট করে সাফ জানিয়ে দিয়েছিলেন অমাল মালিক যে দাদা আরমানের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননা তিনি। শুধু দাদা নয়, পরিবারের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন তিনি। এ বার আলোচনায় বলিউডেরই আরও এক দিদি-বোনের জুটি। নেহা কক্কর এবং সোনু কক্কর। দিন দুয়েক আগেই নেহার দিদি সোনু, দুই ভাইবোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছেন।
বিতর্ক বাড়তেই নিজের অবস্থান স্পষ্ট করলেন নেহাও। সদ্যই একটি ভিডিয়ো পোস্ট করেছেন গায়িকা। যেখানে তাঁকে দেখা যাচ্ছে দাদা টোনি কক্কর ও স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে চার্টাড বিমান করে ঘুরতে যাচ্ছেন তিনি। সেখানেই নেহা লেখেন, ‘উড়ে যাচ্ছি আমার প্রিয় মানুষদের সঙ্গে।’ ওই একই পোস্টে আরও লেখা, ‘পরিবার’। ছবিতে টোনি থাকলেও নেই সোনু।
সমাজমাধ্যমে দিদি সোনু লিখেছিলেন, ‘নেহা আর টোনির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আমি আর ওদের বোন নই।’ এই পোস্ট ঘিরে নেটমাধ্যমে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তা যেন আরও একটু উস্কে দিল নেহার পোস্ট। সোনুকে ছাড়াই কি নেহার পরিবার ‘সম্পূর্ণ’! দিদির উদ্দেশ্যেই কি এটি পাল্টা বার্তা ছিল নেহার?