দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত তাহিরা, সাহস জুগিয়ে কী লিখলেন আয়ুষ্মান খুরানা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রায় সাত বছর! প্রথম বার স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কেটে গিয়েছে এতগুলো বছর। ক্যানসারকে জয় করে বিজয়ী রাজার মতো ফিরে এসেছিলেন তাহিরা কাশ্যপ। যদিও নিয়মিত চলেছে চিকিৎসা। তবুও কি ঘটল পুরোপুরি রোগমুক্তি? না, আবারও দ্বিতীয়বার ফিরে এল সে। ফের স্তন ক্যানসারে আক্রান্ত হলেন তাহিরা।
যদিও তাতে একেবারেই মাথানত করেননি তিনি। বরং ক্যাপশনেই জানালেন, দ্বিতীয় বার লড়াইয়ের জন্যও প্রস্তুত তিনি! পাশে আবারও ঢাল হয়ে দাঁড়ালেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। এ দিন, সমাজমাধ্যমে তাহিরা নিজেই জানান তাঁর অসুস্থতার খবর। লিখলেন, ‘দ্বিতীয়বারও বলতে কোনও লজ্জা নেই যে আমি আবারও স্তন ক্যানসারে আক্রান্ত। কিন্তু আমি জানি, এই বারেও আমি নিজের সেরাটা দিয়ে লড়াই চালিয়ে যাব।’ কমেন্ট বক্সে আয়ুষ্মান স্ত্রীর উদ্দেশে লিখলেন, ‘আমার হিরো’!

পেশায় লেখক ও চলচ্চিত্র নির্মাতা তাহিরা কাশ্যপ। প্রথম থেকেই নিজের অসুস্থতা নিয়ে অকপট তিনি। প্রথম যখন তাঁর শরীরে ক্যানসারের থাবা বসে, তখন থেকেই প্রত্যেক ধাপের অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। কখনও নিজের লড়াইয়ের কথা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে। বা কখনও ক্যানসার আক্রান্ত অন্যান্য মানুষদের অনুপ্রেরণা এবং সাহস হয়ে দাঁড়ানোর জন্যে হলেও। নিজের মধ্যেও বজায় রেখেছেন সেই সাহস। এমন জটিল রোগকে নিয়েও কিছুটা মজার ছলে তিনি লেখেন, ‘জীবন যখন প্রথম একটি লেবু ছুড়ে দেয় আপনি সেই লেবু দিয়ে লেমোনেড বানাবেন। দ্বিতীয় বার একই কাণ্ড ঘটালে আপনি আর মিষ্টি লেমোনেড নয়, খাট্টা কোলা বানাবেন।’