উপরাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হল ‘বিনোদিনী’, জগদীপ ধনকড়ের আতিথেয়তায় মুগ্ধ রুক্মিণী
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সদ্যই প্রেক্ষাগৃহে ৭৫ দিনের রেকর্ড পার! এ বার পর্দার ‘বিনোদিনী’র মুকুটে নতুন পালক। রুক্মিণী মৈত্র অভিনীত ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ ছবি দর্শকমহলে তো প্রশংসিত, এ বার নতুন করে প্রশংসা কুড়িয়ে নিল উপরাষ্ট্রপতি ভবনে।

সম্প্রতি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের আমন্ত্রণে দিল্লি উড়ে গেলেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র। ছবিটি প্রদর্শিত হল দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে। আবেগ ধরে রাখতে না পেরে নিজেই সমাজমাধ্যমে সুখবর ভাগ করে নিলেন নায়িকা। জানালেন, তাঁদের আতিথেয়তায় আপ্লুত তিনি।
জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড়ের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রেক্ষাগৃহে ৭৫ দিন পূরণ করার সুবাদে উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকড়ের আমন্ত্রণে দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিটি প্রদর্শিত হল। নিঃসন্দেহে এটা আমার কাছে অত্যন্ত স্মরণীয় একটা দিন। ছবিটিকে এত ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলার জন্য এবং বিনোদিনী দাসীর মতো একজন কিংবদন্তিকে স্মরণ করার জন্য তাঁদের এর থেকে বেশি ধন্যবাদ জানাতে পারছি না ভাষায়। সুদেশ ম্যামের আতিথেয়তায় আমি ধন্য। এমন উষ্ণ অভ্যর্থনার জন্য জগদীপ স্যার এবং সুদেশ ম্যামকে অনেক ধন্যবাদ।’